একসাথে বিসিসিআই ও নাডা

ক্রীড়া জগতে ডোপিংকে রুখতে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির সাথে মাসের জন্য কাজ করতে আগ্রহী হল বিসিসিআই সোমবার মুম্বইতে এক বৈঠকে আইসিসি চ্যেয়ারম্যান শশাঙ্ক মনোহরের  সাক্ষাতে এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই। তারা জানান যে আগামি ৬ মাসের জন্য ট্রায়ালের ভিত্তিতে এই কাজ করতে আগ্রহী তারা।  তবে হ্যাঁ  ডোপিং স্যাম্পেল-এর  শুধুমাত্র ১০ শতাংশই পাবে এজেন্সি সামনেই  টোকিয়ো অলিম্পিক, তাই তার আগে আন্তর্জাতিক অ্যান্টি ডোপিং এজেন্সির বিশ্বাস অর্জন করতেই এই পদক্ষেপ বলে জানায় ন্যাশনাল অ্যান্টি ডোপিং বোর্ড। তার পরিপ্রেক্ষিতে আইসিসি জানায় যত শীঘ্রই সম্ভব বিসিসিআই-এর, ওয়াডা নাডার সাথে সব সমস্যা সমাধান করে নিতে কারণ তাদের ইচ্ছা ২০২৮ সালে ক্রিকেট কে অলিম্পিকে নথিভুক্ত করা, যার জন্য প্রয়োজন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহমত

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...