আর বেশী দেরি নেই ক্রিকেট বিশ্বযুদ্ধের। তাই সকলেই যথেষ্ট ভাবনাচিন্তা করছেন তাদের দল নিয়ে। ইতিমধ্যেই, দল ঘোষণা করে দিয়েছে নিউজিল্যান্ড। এবার অপেক্ষা বাকি দেশগুলির। সূত্রের খবর অনুযায়ী আগামি ১৫ই এপ্রিল বিশ্বকাপের ১৫ জনের দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই। যদিও এই মুহূর্তে দলের মিডল অর্ডার অর্থাৎ ৪ নম্বর নিয়ে চিন্তিত সকলেই। বিগত বছর গুলিতে ৪ নম্বরে অনেক কেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হলেও তেমন ভাবে কেউ নিজেকে মেলে ধরতে পারে নি। আর এটাই সব থেকে বড় চিন্তার বিষয় ভারতীয় দলের। আর তার সাথেও আর একটা প্রশ্ন অলরাউন্ডার হার্দিকের সাথে জুড়বেন কে। এই নিয়ে চিন্তা সকলের। ৪ নম্বর নিয়ে ঋষভ পন্থ, অম্বাতি রাইডু, দীনেশ কার্তিকের সাথে কে এল রাহুলের একটা লড়াই হবে তা আশা করাই যায়। এখন দেখার কার ভাগ্যে পড়ে ৪ নম্বরের দায়িত্ব। আর তার সাথে বিরাট প্রশ্ন যুবরাজ সিং কে দেখা যাবে কি এই স্কোয়াডে? ১৫ তারিখ অবধি অপেক্ষা করতেই হবে সব কিছু পরিস্কার ভাবে জানতে গেলে। তবে সম্প্রতি ভারত যে ফর্মে আছে তাতে সকলেই আশাবাদী বিশ্বকাপ জয় পাওয়া নিয়ে।