'বাউল-ফকির উৎসব'

'হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেব না'

হৃদয়ের গান বলতে গেলে প্রথমেই যে ধরণের গান মনে পড়ে তা হলো বাউল গান, গ্রাম বাংলার মাঠে-ঘাটে সৃষ্টি হয় এই গান যা ধীরে ধীরে সব বেড়াজাল পেরিয়ে আজ বিশ্বের দরবারে নিজের জায়গা করে নিয়েছে। বাংলার নিজস্ব সৃষ্টি এই বাউল গান,যার বিশেষত্বের জন্য যুগ যুগ ধরে এই গান সমানভাবে সমাদৃত। তারই প্রমান পাওয়া গেলো কিছুদিন আগেই অনুষ্ঠিত হওয়াবাউল-ফকির উৎসব'এ। যাদবপুর সংলগ্ন শক্তিগড় এলাকায় আয়োজিত হয় দুদিন ব্যাপী 'বাউল ফকির উৎসব বিশাল মাঠ  জুড়ে আয়োজিত এই উৎসব  অনুষ্ঠিত হয় গত ৫ই ৬ই জানুয়ারী। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন দেশ বিদেশ থেকে আসা অসংখ্য শিল্পী, যাদের গানে মুখরিত হয়ে উঠেছিল সমগ্র মেলা প্রাঙ্গন সাধারণ মানুষ মুগ্ধ হয়ে শুনছিলেন সেই গান এবং প্রায় সব প্রজন্মের মানুষই উপস্থিত ছিলেন এই মেলায়। প্রধান উদ্যোক্তাদের একজন অরূপ দাস জানালেন, যে প্রায় ১৪ বছর ধরে চলছে এই উৎসব যা খুব সামান্য পুঁজি নিয়ে শুরু করেছিলেন কিছু মানুষ। পরবর্তী কালে এর জনপ্রিয়তা এতটাই বেড়ে যায়, যে আজ তাবাউল ফকির উৎসবমেলায় পরিণত হয়েছে। এই উৎসবে শুধু গান নয়, সেই সঙ্গে সাধারণ মানুষ পেয়ে যাবেন সেই সব অমূল্য সামগ্রীর সন্ধান যা বাউল সম্বন্ধীয়, যেমন বিশেষ ধরণের জামাকাপড়, অলংকার, ডায়েরি, কলম, ঘর সাজানোর জিনিস ইত্যাদি এছাড়াও ভোজনরসিক বাঙালিদের জন্য ছিল বিভিন্ন পদ। জমজমাট এই উৎসবে দেশবাসীর পাশাপাশি উপস্তিত ছিলেন বহু বিদেশী পর্যটকরাও।

এটা শেয়ার করতে পারো

...

Loading...