একাধিকবার অরেঞ্জ ক্যাপ

২০০৮ সালে শুরু হয়ে আইপিএল। কিন্তু এই ১১ বছরের ইতিহাসে এমন অনেক খেলোয়াড় আছে যারা তাদের ব্যাটিং ও বোলিংয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছে। আইপিএলে যারা সবথেকে বেশি রান পায় তাদের অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়। তবে আইপিএল ইতিহাসে এমন কিছু ব্যাটসম্যান আছে যারা একাধিকবার অরেঞ্জ ক্যাপ জিতেছে সেই ব্যাটসম্যানদের তালিকাভুক্ত করা হল।

১) ক্রিস গেইল – টি-২০ ফরম্যাটে বিশ্বের সবচেয়ে ভয়াবহ ব্যাটসম্যান। যিনি ম্যাচে একবার আকড়ে বসলে যেকোনও বোলারদের চেখে সরষে ফুল দেখাতে পারে। ২০১১ ও ২০১২ সাল, পর পর দুবছর অরেঞ্জ ক্যাপ পান এই ক্যারিবিয়ান দৈত্য।

২০১২ - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালের - ৬০৮ রান

২০১৩ - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালের - ৭৩৩ রান

২) ড্যাভিড ওয়ার্নার – টি-২০ ফরম্যাটে আরেকজন বিধ্বংসি ব্যাটসম্যান। ওপেনার হিসাবে কেউ যদি গেইলকে টক্কর দিতে পারে তবে সোটা হল ওয়ার্নার। ২০১৫ ও ২০১৭ সালের অরেঞ্জ ক্যাপ অধিকারী।

২০১৫ – সানরাইজার্স হায়দ্রাবাদ – ৫৬২ রান

২০১৭ – সানরাইজার্স হায়দ্রাবাদ – ৬৪১ রান

এই দুইজন ব্যাটসম্যান ছাড়া আর কেউ একাধিকবার অরেঞ্জ ক্যাপ পান নি।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...