ব্যাটরা মহিলা সংঘ | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

আমরা প্রায়ই দেখে থাকি, কোনও ক্লাবের পুজোর যাবতীয় প্ল্যানিং ও কাজকর্মে বেশিরভাগ পুরুষই থাকে। কিন্তু মহিলাদের ছাড়া কোনও কাজ যে অসম্পূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। আর তাই মহিলারাও যে এককভাবে একটি দুর্গাপুজো আয়োজন করতে পারে তা আবারও দেখিয়ে দিতে চলেছে ব্যাটরা মহিলা সংঘ

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডাজিয়ো বাংলাস্টুডিওতে উপস্থিত ছিল ব্যাটরা মহিলা সংঘ। সঞ্চালক রাহুল-এর সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন ক্লাবের প্রেসিডেন্ট মালবিকা গাঙ্গুলি, সম্পাদক স্বাতী মুখার্জী এবং সদস্য সৌমেন মুখার্জী। ক্লাবের নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই ক্লাব সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত। কিন্তু দুর্গাপুজোর ক্ষেত্রে তারা যথেষ্ট নবীন। এই নিয়ে দ্বিতীয় বছর ব্যাটরা মহিলা সংঘ দুর্গাপুজো আয়োজন করতে চলেছে। এই বছর দ্বিতীয়ার দিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হবে পুজোর। এই বছর পুজোর থিম ‘উনিশে অন্নপূর্ণা’। দুই থিম শিল্পী মলয়শুভ-এর হাত ধরে চমক আনতে চলেছে তারা।

এছাড়া সপ্তমী থেকে নবমী অবধি এলাহি ভোগের আয়োজন করে থাকে তারা। আর একাদশীর দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মা দুর্গাকে বিদায় জানাবে ব্যাটরা মহিলা সংঘ। হাওড়া স্টেশন থেকে কদমতলা যাওয়ার কোনও বাস ধরে নামতে হবে ব্যাটরা মোড়ে। সেখান থেকে কিছুটা হাটলেই পৌছে যাবেন ব্যাটরা মহিলা সংঘের পুজোয়। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...