বাসুদেবপুর পল্লী উন্নয়ন সমিতি | জিয়ো বাংলা শারোদ সম্মান ২০১৯

জিয়ো বাংলা শারোদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন বাসুদেবপুর পল্লী উন্নয়ন সমিতির সদস্যবৃন্দ| সঞ্চালিকা নবনীতার সাথে স্টুডিওতে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যা শ্রীমতী স্বাগতা দাস, শ্রীমতী মহুয়া নন্দী এবং ক্লাবের কার্যকরী সভাপতি শ্রী রঞ্জিত রায়চৌধুরী|

ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, তাদের এইবছরের থিম ‘শিশুশ্রম| বর্তমানযুগে দাঁড়িয়ে একটি শিশুর পড়াশোনার প্রয়োজনীয়তা কতটা তা বোঝানোই এই ক্লাবের মূল লক্ষ্য| এছাড়াও শিশুশ্রম নিয়ে সমাজে সচেতনতা গড়ে তোলাও এই ক্লাবের লক্ষ্য| ক্লাবের তরফ থেকে বলা হয়েছে, পুজোর কটিদিন ক্লাবে অনুষ্ঠিত হতে চলেছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান| এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষন হিসেবে থাকছে ছৌ-নাচ|

এইবছর এই ক্লাবের মন্ডপসজ্জার দায়িত্বে থাকছেন শিল্পী শ্রী সুদীপ দাস| ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ডপ সংলগ্ন এলাকায় নিরাপত্তা বজায় রাখার জন্য মন্ডপেই থাকছে অগ্নি নির্বাপক ব্যবস্থা| জানা গেছে, ক্লাবের সন্নিকটে একটি পুকুর থাকায় বেশ সুবিধেই হয়েছে। ক্লাবে পক্ষ থেকে জানানো হয়েছে, পুজো ছাড়াও পুজোর কটিদিন দুঃস্থ শিশুদের বস্ত্রবিতরণ, রক্তদান শিবির এবং শিশুদের জন্যুও খাদ্য সরবরাহ প্রভৃতি করা হবে এই ক্লাবের পক্ষ থেকে। জানা গেছে, পুজোর কটাদিন মণ্ডপ সংলগ্ন অঞ্চলে উপস্থিত থাকছেন একজন নার্স। এছাড়াও প্রাথমিক চিকিৎসার সমস্ত উপকরণই থাকছে সেখানে। ভোগের কথা গিয়ে বলতে গিয়ে তারা জানালেন, অষ্টমীর দিন পাড়ার সকলে একত্রিত হয়ে একটি খাওয়াদাওয়ার আয়োজন করা হয় ক্লাবের তরফ থেকে। শিশুশ্রমের বিরুদ্ধে ঠিক কতটা সচেতনতা গড়ে তুলতে পারলো বাসুদেবপুর পল্লি উন্নয়ন সমিতি জানতে হলে পৌঁছে যেতেই হবে

এটা শেয়ার করতে পারো

...

Loading...