রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব

ওরে গৃহবাসী, খোল দ্বার খোল

লাগলো যে দোল”

আপাতদৃষ্টিতে দোলের ক'দিন হাতে গোনা বাকি থাকলেও শহরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নানা প্রান্তে বসন্ত উৎসব| শহরের বুকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে সম্প্রতি হয়ে গেল বসন্ত উৎসব| শুধুই আবির খেলা নয়, সাথে ছিল বিশ্ববিদ্যালয়ের সমস্ত বর্ষের পড়ুয়াদের নানা অংশগ্রহণ| সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের শুভ সূচনা হয়। এরপর নানা অনুষ্ঠান নৃত্যগীতির মাধ্যমে আর 'খেলা ভাঙ্গার খেলা'  দিয়েই সম্পন্ন হয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানের বা এবছরের বসন্ত উৎসবের|  তবে গত কয়েক বছরের বেশ কিছু কিছু অব্যবস্থা ও অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল ও তা কার্যকর করার যথাসাধ্য চেষ্টা বিশ্ববিদ্যালয়ের তরফে করা হলেও কোনো ক্ষেত্রে গিয়ে তা পুঙ্খানুপুঙ্খ ভাবে কার্যকর করা হয়ে উঠলো না। এদিন বিশ্ববিদ্যালয়ের তরফে পাসের ব্যবস্থা করে, তার ভিত্তিতে ভিতরে প্রবেশের নিয়ম কার্যকর করার চেষ্টা চালালেও বহিরাগতদের অনুপ্রবেশ শেষ অবধি সামাল দিয়ে উঠতে পারেনি কর্তৃপক্ষ| তবে আর যাই হোক,  দোলের আমেজে সব অব্যবস্থাই যেন ম্লান হয়ে গিয়েছিল। শুধুই থেকে গিয়েছিল সবার রঙে রঙিন হয়ে ওঠার ইচ্ছা

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...