Barujjye Family: ‘বাড়ুজ্জে ফ্যামিলি’ –র নতুন এপিসোডে কী কী চমক থাকছে?

বাড়ুজ্জে ফ্যামিলি –র নতুন এপিসোডে আসছে নতুন চমক। শুক্রবার দর্শকরা দেখতে পাবেন ‘অরুণ বরুণ কিরণমালা’ নামক নতুন এপিসোড। আগামী কয়েক সপ্তাহের নতুন এপিসোডগুলোয় দেখা যাবে ছোটো পর্দার এক ঝাঁক জনপ্রিয় অভিনেতাদের।

তাদের মধ্যে অন্যতম আকর্ষণ টুম্পা ঘোষ। ‘শ্যামা,’ ‘রাগে অনুরাগে,’ ‘অগ্নিজল’ ইত্যাদি মেগা সিরিয়ালে দেখা গেছে তাঁকে। এবার তাঁকে দেখা যাবে বাড়ুজ্জে ফ্যামিলির একটি এপিসোডে। তিনি এই সিরিজে একটি মজার চরিত্রে অভিনয় করেছেন। এটি মানসিক ভাবে বিভ্রান্ত ও বিচিত্র একটি চরিত্র – ‘কিরণবালা’। সে হঠাৎ একদিন ধুমকেতুর মতো উদয় হয় সিরিজের প্রধান চরিত্র বিধান (রোহিত মুখার্জি) ও কল্যাণীর ( সুদীপা বসু) বাড়িতে। কিন্তু গল্পে নতুন মোড় নেয় যখন টুম্পার অনুসন্ধান করতে করতে বাড়ুজ্জে ফ্যামিলিতে পৌছায় তাঁর বাবা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিরণ ব্যানার্জি (রানা বসু ঠাকুর)।

কিন্তু এখানেই শেষ নয়। আগামী সিরিজে আগমন হচ্ছে এক দক্ষিণ ভারতীয় পরিবারের। ‘আয়ারাপ্পা’ নামক দক্ষিণী চরিত্রে দেখা যাবে ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা সঞ্জীব সরকার -কে। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন সুপর্না দাস। সঙ্গে রয়েছেন সৌম্যদিপ্ত সাহা ওরফে লাড্ডু। তাঁর চরিত্রের নাম ‘রাপ্পা’।

ইতিমধ্যেই এই সিরিজের একটি এপিসোডে দেখা গেছে মিরাক্কেল খ্যাত রাজু নন্দী ওরফে ভিকি কে। তাঁর চরিত্রটি ‘কাকাবাবুর’ আদলে সৃষ্ট এক দারুণ মজাদার গোয়েন্দা চরিত্র ব্যাঁকাবাবু।

এ বিষয়ে সিরিজের নির্দেশক সৌমাল্য ভট্টাচার্য জানিয়েছেন, "খোশ মেজাজের হাসির ধারাবাহিকতা বজায় রেখে প্রতি সপ্তাহে আসছে নতুন চমক। গত কয়েক মাস অক্লান্ত পরিশ্রম করে এই ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি বলেই, দর্শকদের এতো স্নেহ ভালোবাসা পেয়েছি আমরা।”

এটা শেয়ার করতে পারো

...

Loading...