ধারাবাহিকের মতো, কিন্তু ঠিক ধারাবাহিক নয়। এমনই এক আঙ্গিকে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে শুরু হতে হতে চলেছে দমফাটা হাসির মেগা সিরিজ ‘বাঁড়ুজ্যে ফ্যামিলি।’ নির্মাতাদের দাবী, বাঁড়ুজ্যে ফ্যামিলি দেখলে সমস্ত রকম মানসিক চাপ এবং মনের প্রবল অশান্তি এক নিমেষে কেটে যাবে।
‘বাঁড়ুজ্যে ফ্যামিলি’ স্ট্রিমিং শুরু হচ্ছে আগামী মাস অর্থাৎ অক্টোবর থেকেই। তবে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই মেগা-সিরিজের প্রথম ঝলক। আগামী কয়েক মাস ধরে প্রতি সপ্তাহে ধারাবাহিক ভাবে আসবে মেগা সিরিজের একটি করে এপিসোড।
এই সিরিজ পরিচালনা করেছেন সুমাল্য ভট্টাচার্য। ২০০৯ সাল থেকে ‘বউ কথা কও’ , ‘মন দিতে চাই’ সহ একাধিক সফল ধারাবাহিকে কাজ করেছেন তিনি। কিন্তু এবার ছোট পর্দা থেকে তিনি পদার্পণ করছেন ওটিটি-তে। ‘বাঁড়ুজ্যে ফ্যামিলি’ –র প্রযোজনার দায়িত্বে রয়েছে ফিল্মস অ্যান্ড ফ্রেমস। সৃজনশীল প্রযোজনা করেছেন শান্তনু চট্টোপাধ্যায়। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সঞ্জয় ভট্টাচার্য। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সুব্রত মল্লিক। সম্পাদনা করেছেন কৌস্তভ সরকার ও এই সিরিজের সুরকার প্রাঞ্জল দাস।
‘বাড়ুজ্যে ফ্যামিলি’ সিরিজের মুখ্য অভিনেতারা হলেন রোহিত মুখোপাধ্যায়, সুদীপা বোস, দীপাঞ্জন ভট্টাচার্য (জ্যাক), শ্বেতা তিওয়ারি, ঋ সেন, স্বর্ণকমল জোয়ারদার, অমৃতা দেবনাথ এবং প্রেক্ষা সাহা সহ একাধিক অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রীরা।
দক্ষিণ কলকাতার মধ্যবিত্ত বন্দ্যোপাধ্যায় পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই মেগা-সিরিজটির গল্প। সেখানকার একটি বিল্ডিংয়ের দুটি ফ্ল্যাটে বাস করে ‘বাঁড়ুজ্যে ফ্যামিলি।’ ৩৪ বছরের দাম্পত্য জীবন বিধান এবং কল্যাণী বাড়ুজ্জের। দম্পতির বড় ছেলে অরুণ কর্পোরেট ইন্ডাস্ট্রিতে রয়েছেন, আর ছোট ছেলে বরুণ ওরফে ব্যারি। অরুণ প্রেম করে বিয়ে করেছেন গোঁড়া পঞ্জাবি পরিবারের কন্যা সিমরনকে। তাঁদের দশ বছর বয়সী মেয়ে গুরকিরণ আবার ব্লগার।
হাসি, মজা, খুনসুটিতে হইহই করে দিন কাটায় এই পরিবার। এখানের যাবতীয় কর্মকাণ্ড আবর্তিত হয় পরিবারের সদস্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরেই। এভাবে প্রতিটি এপিসোডে মজার ভঙ্গিতে দৈনন্দিন সামাজিক এবং পারিবারিক সমস্যাগুলি তুলে ধরা হবে। পরিচালক সুমাল্য ভট্টাচার্যের বক্তব্য, “বিষণ্ণতার মাঝে আমরা অনেক সময় হাসতে ভুলে যাই। জীবনে সেই হাসি ফিরিয়ে আনার জন্যই আমাদের এহেন চিত্তাকর্ষক প্রয়াস।