বাংলার ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একধাপ এগোলো পশ্চিমবঙ্গ সরকার। শুভ সূচনা হল ব্যারাকপুর স্টেডিয়ামের। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে উৎসর্গ করা হল ব্যারাকপুরের স্টেডিয়ামকে। উদ্বোধনে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি নিজে ফুটবলে শট মেরে রবিবার শুভ সূচনা করেন ব্যারাকপুরের রয়াল পার্কের স্টেডিয়ামটির। শুভ সূচনার পর মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের জুনিয়র টিমের একটি ফুটবল ম্যাচ হয়। রবিবার স্টেডিয়ামটি যুবভারতী থেকে কোনোও অংশে কম ছিলনা। দর্শকাসন ছিল একেবারে ভর্তি। বিভিন্ন জেলার ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রয়াস বলা যায়। এর আগে খড়দহ স্টেডিয়াম নতুন ভাবে গড়ে উঠেছে। সেখানে হয়েছে একটি অ্যাকাডেমিও। রবিবার মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচও বেশ জমে উঠেছিল। ২-১ গোলে লাল-হলুদ শিবির হারায় বাগানকে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংসদ দীনেশ ত্রিবেদী, বিধায়ক নির্মল ঘোষ, বিধায়ক দীপেন্দু বিশ্বাস, বিওএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, ফুটবলার প্রণয় হালদার প্রমুখরা। ব্যারাকপুরের মানুষের অনেক আবেগ এই স্টেডিয়ামটির সঙ্গে জড়িয়ে আছে। তাই ঘরের পাশে এরকম একটি স্টেডিয়াম হওয়াতে খুশি শহরবাসী।