মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে চলতি বছরেই। মেয়াদ শেষ হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের। যদিও নির্বাচনে ডেমোক্র্যাটদের হয়ে কে লড়বেন তা এখনও নিশ্চিত হয়নি।
তবে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন পেতে মার্কিন সেনেটর ও ডেমোক্র্যাট রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্স দারুন একটি উপায় বের করেছেন। তিনি মোট ১৬টি ভাষায় ফেসবুকে স্টেটাস দিয়েছেন। তার মধ্যে যেমন রয়েছে ফ্রেঞ্চ, পর্তুগিজ, স্প্যানিশ, চাইনিজ, কোরিয়ান তেমনি রয়েছে ভারতীয় ভাষা পাঞ্জাবি, হিন্দি এবং অবশ্যই বাংলা। যা সেখানকার বসবাসকারীদের মধ্যে আলোড়ন ফেলেছে। বিশেষ করে ভারতীয় তথা বাঙালিরা এ হেন স্টেটাসে আপ্লুত। বার্নি তাঁর স্টেটাসে বিভিন্ন ভাষায় লিখেছেন, 'Health service is basic human rights'।
বাংলায় তিনি লিখেছেন ‘স্বাস্থ্যসেবা একটি মানবাধিকার’। ইতিমধ্যেই উক্ত স্টেটাসে পাঁচশোরও বেশি মন্তব্য এসেছে। ফেসবুকে শেয়ারও হচ্ছে প্রচুর পরিমানে। বাঙালিরা তাঁকে সমর্থন করতেও শুরু করে দিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। অনেকেই লিখেছেন, 'এই মুহূর্তে বিশ্বে আপনার মতো রাজনীতিবিদদের প্রয়োজন'। এখন এটাই দেখার এই প্রচারের অভিনবত্ব আসলে কতটা কাজে দেয়। তবে এটা ঠিক, এই ফেসবুক স্টেটাসের মাধ্যমে মার্কিন মুলুকে বাঙালিদের গুরুত্ব আরও একবার প্রমাণিত হল।