একসময় বাংলার সমাজতান্ত্রিক যুগে জমিদারদের প্রভাব ছিল বিশাল। আর সেই সকল জমিদারদের বাড়িতে দুর্গাপুজো হত একেবারে রাজকীয় মেজাজে। আর সেই পুজোর মূল আকর্ষণ ছিল জমিদার বাড়ির নাটমন্দিরে মায়ের পুজো। কিন্তু আজকের দিনে বাংলায় জমিদারি বাড়ির সংখ্যা প্রায় হাতেগোনা।
আর সেই সময়কার জমিদার বাড়ির নাটমন্দিরকে তুলে ধরছে বড়িষা নেতাজী সংঘ। ‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডায় আড্ডা দিতে হাজির হয়েছিল বড়িষা নেতাজী সংঘ। জিয়ো বাংলার স্টুডিওতে সঞ্চালক নবনীতার সাথে কথা বললেন ক্লাবের সম্পাদক সৌরভ সেনগুপ্ত এবং ক্লাবের দুই সদস্য ইন্দ্রনীল দলুই ও ময়ুখ ঘোষ।
এইবছর নিজেদের ৪৪তম পুজোবার্ষিকীতে থিমের মাধ্যমে জমিদার বাড়ির নাটমন্দিরকে তুলে ধরবে বড়িষা নেতাজী সংঘ। কালিঘাটের পটুয়াপাড়ার প্রতিমা শিল্পী উত্তম সাহার তুলিতে সেজে উঠবে মায়ের অপরুপ মূর্তি। থিমের মধ্যে সাবেকিয়ানার ছোঁয়া থাকায় পুজোর তিনদিন ধরে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া অষ্টমীর দিন ভোগ বিতরণ করা হয় পাড়ার সকলের মাঝে। বড়িষা নেতাজী সংঘের পুজো দেখতে আসতে গেলে দমদম কিংবা কবি সুভাষগামী কোনও মেট্রো ধরে নামতে হবে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশনে। সেখান থেকে সখেরবাজার গামী বাস বা অটো ধরে নামতে হবে জেমস লং সরণী রোডে। সেখান থেকে কিছুটা হাটলেই পৌছে যাবেন গন্তব্যস্থলে।