‘মোগ্যাম্বো’কে ‘ট্রিবিউট’ দিয়ে বলিউডে হর্ষবর্ধন পুরি ওরফে বর্ধন পুরি

স্টার-কিডদের অভিনয়ে আসার প্রথা নতুন নয়, অনেকদিন ধরেই চলে আসছে এই রীতি। এর ব্যতিক্রম নন হর্ষবর্ধন পুরি ওরফে বর্ধন পুরি। ভাবছেন তো কে তিনি? তিনি সম্পর্কে বলিউডের ‘মোগ্যাম্বো’, প্রয়াত অভিনেতা অমরেশ পুরি’র নাতি। বেশ কিছুদিন ক্যামেরার পিছনে কাজ করলেও অভিনয়েই বেশি স্বচ্ছন্দ বর্ধন। অভিনেতা হিসেবে তিনি ডেবিউ করছেন চেরাগ রুপারেলের “পাগল” ছবি দিয়ে। ছবিটি অমরেশ পুরি প্রোডানশন হাউস থেকে মুক্তি পাবে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, ছবিটি আদতে একটি রোম্যান্টিক থ্রিলার।

বর্ধনের দাদু বলিউডের দোর্দন্ডপ্রতাপ-খ্যাতনামা ভিলেন। ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসার ফলে অভিনয় দেখেই বড় হয়েছেন বর্ধন। ফলে অভিনয়ের প্রতি ঝোঁকটা তাঁর মজ্জাগত। থিয়েটারে তাঁর হাতেখড়ি। “ইশকজাদে”, “দাওয়াতে-এ ইস্ক”, “শুদ্ধ দেশি রোম্যান্স”-এর মতো ছবিগুলিতে ক্যামেরার পিছনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। গল্প লেখা বা পরিচালনার দিকে আগ্রহ থাকলেও তাঁর প্রথম পছন্দ অভিনয়। তাই বড় পর্দায় আসার জন্য তৈরি হচ্ছেন তিনি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত লেখক তথা পরিচালক সত্যদেব দুবে তাঁর গুরু। ওনার কাছেই বর্ধন অভিনয় শেখেন। সূত্র মারফত জানা গিয়েছে সত্যদেব একসময় অমরেশ পুরিরও ‘মেন্টর’ ছিলেন।

একটি সাক্ষাৎকারে বর্ধনকে তাঁর দাদুর ব্যাপারে প্রশ্ন করায় তিনি মন্তব্য করেন, দাদুর সঙ্গে তাঁর বেশ ভালো সম্পর্ক ছিল। তিনি আরও জানান অমরেশ পুরি তাঁর কাছে ভগবানতুল্য। তিনি মারা যাওয়ার পর বর্ধন অনেকটাই ভেঙে পড়েছিলেন। নিজেকে একটু ধাতস্ত করে তিনি ঠিক করেন জীবনে যা কিছু করবেন তাঁর দাদুর জন্যই করবেন। তাই “পাগল” ছবিটি অমরেশ পুরিকে উৎসর্গ করেছেন বর্ধন পুরি। ছবিটি মুক্তি পেতে পারে আগামী ২৬শে জুলাই।

এটা শেয়ার করতে পারো

...

Loading...