আসন্ন ভোটে ভোটার প্রার্থী ঘোষণার সাথে সাথে বড় বাজারে শুরু হল প্রচারের জন্য প্রয়োজনীয় লোগো দেওয়া পতাকার বেচাকেনা। সম্প্রতি রাজ্যের রাজনৈতিক দলের ভিতর প্রথম ঘোষিত হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা। ঘোষণার পরপরই দলের লোগো দেওয়া ছবি নিয়ে পতাকার বন্যা আসতে শুরু করেছে বড় বাজারে। খুব শীঘ্রই এই পতাকার সারিতে যোগ দেবে পদ্মফুল, কাস্তে হাতুড়ি কিংবা হাত প্রতীকের পতাকা গুলো। প্রতি নির্বাচন বছরে এমনই পতাকায় ভরে ওঠে বড় বাজারের বিভিন্ন দোকান।
ভোটের আগেই আবার হোলি। তাই বড় বাজারের দোকানগুলি সেজে উঠেছে রঙের সমারোহে। রং, রঙের পিচকিরি আর আবির নিয়ে বসেছেন বড় বাজারের দোকানদাররা। হোলিতে মেতে উঠলেও রঙের ফাঁকে উঁকি দিচ্ছে প্রতীকী পতাকারা। অনেক দোকানেই রীতিমত ডিসপ্লে করে সাজিয়ে রাখা হয়েছে দলের প্রতীকী পতাকাগুলো। দোকানদার জানিয়েছেন তারা সব দলেরই পতাকা বিক্রির বরাত নিয়ে থাকেন। এ বছরেও তারা একটি রকম বায়না পাবেন বলে আশাবাদী।
ভোট এগিয়ে আসার সাথে সাথে বাড়বে পতাকা বিক্রয়ের হার। বিভিন্ন দলের প্রতীকী পতাকা তৈরী করে যারা কেনাবেচা করছেন তারা অধিকাংশ সিজন্যাল বিক্রেতা। বড় বাজারের এসব বিক্রেতা জানান, হোলি শেষ হলেই পুরো দমে শুরু হবে বিভিন্ন দলের প্রচার কার্যে ব্যবহৃত পতাকা বিক্রী। প্রতীকী পতাকার সাথে থাকবে ব্যানার, ফেস্টুন, ব্যাজ- এসব কিছুই মিলবে বড়বাজারের দোকানগুলোয়। এখানকার বিক্রেতারা আরো জানান, শুধু কলকাতা নয় বাইরের রাজ্য থেকেও অর্ডার আসে প্রচার কার্যের সহকারী সামগ্রী এবং পতাকার জন্য। তাদের এখন শুধু অপেক্ষা সব দলের প্রার্থী ঘোষণার ওপর, তার বায়নাতেই রং-বেরঙে সেজে উঠবে বড়বাজারের দোকানগুলো।