কোয়ালা লামপুরে মহিলা এশিয়া কাপ ফাইনালে জয় পেল বাংলাদেশ। রবিবার কিনরারা অ্যাকাডেমি ওভালের মাঠে ভারতের বিরুদ্ধে ৩ উইকেটে জয় পেল তারা। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারতের হয়ে একমাত্র হরমানপ্রিত কৌর ছাড়া তেমন ভাবে কেউ পিচে টিকে থাকতে পারেন নি। তার করা ৪২ বলে ৫৬ রানের দৌলতে ২০ ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ১১২ রান করে ভারত। ব্যাটিং লাইনআপের অসফলতা অনেকটাইপুরণ করে দেয় ভারতের বোলিং, লক্ষ কম থাকলেও এই ম্যাচ জিততে ২০ ওভারই খেলতে হয়েছে বাংলাদেশকে।পুনাম যাদবের ৪ উইকেট ও অধিনায়ক হরমানপ্রিত কৌরের ২ উইকেট বাংলাদেশকে চাঁপে রাখলেও ম্যাচ জেতার জন্য তা যথেষ্ঠ ছিল না ভারতের।অবশেষে টানা ৬বার চ্যাম্পিয়নদের হার মানতেই হল বাঙালদের কাছে।