ভারতেই আছে একটুকরো 'বাংলাদেশ', ইতিহাস জানলে আবেগপ্রবণ হবেন আপনিও

হিমালয়ের কোল আলো করে আছে ‘ভূস্বর্গ’ খ্যাত এশিয়ার সুইজারল্যান্ড - কাশ্মীর। যার সৌন্দর্য দেশি-বিদেশী সব পর্যটকদের আকর্ষণের ভরকেন্দ্র। আর এই কাশ্মীরের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি ছোট্ট গ্রাম – ‘বাংলাদেশ’অবাক হলেও ঘটনাটি সত্যি।

কাশ্মীরে মোট ২২ টি জেলা রয়েছে। শ্রীনগর থেকে ৮০ কিলোমিটার উত্তরে গেলে বান্ডিপুর জেলা। তার আলুশা তহশিলে বিখ্যাত উলার হ্রদের তীরে এই গ্রামের অবস্থান । বান্ডিপুর - সপুরের মাঝ দিয়ে মাটির রাস্তা ধরে ৫ কিলোমিটার হাঁটলেই উলার আর সেখানেই এই মোহময় গ্রাম ‘বাংলাদেশ’।

খুব একটা প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে যান না এই গ্রামের মানুষ। কিন্তু হঠাৎ এই নাম কেন ? এখানে না আছে কোনো বাঙালি না আছে কোনো বাংলাভাষী। কিন্তু নামের পিছনে আছে এক অনুপ্রেরণামূলক সংগ্রামের গল্প -তা জানা যায় দীর্ঘ ৬০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ ব্যক্তিদের থেকে । যাঁরা গ্রামটির জন্ম লগ্নের সাক্ষী। । জানা যায় যে, ১৯৭১ সালে জুরিমান নামে একটি গ্রামের ৫/৬ টি ঘরে আগুন লাগে। নিরীহ গৃহহীন মানুষেরা পার্শবর্তী এক ফাঁকা জায়গায় সবাই মিলে বাসস্থান গড়ে তোলে। আবার সেই বছরই ৯ মাস যুদ্ধ চালিয়ে ১৬ই ডিসেম্বর স্বাধীন হয় পূর্ব পাকিস্তান - নতুন নাম হয় বাংলাদেশ।

এই পূর্ব পাকিস্তানের বাংলাদেশ হয়ে অস্তিত্ব রক্ষার সংগ্রাম ও তার নবজীবন লাভের সাথে তাঁরা তাঁদের নিজেদের নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াইকে করে তোলে সাযুজ্য পূর্ণ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে কুর্নিশ জানাতেই এহেন নাম রাখেন তারা।

চারিদিকে জল , পিছনে পর্বত অসাধারণ সৌন্দর্য। যে ৫/৬ টি ঘর নিয়ে তাঁদের পথ চলা শুরু হয়েছিল আজ সেখানে ১০০র বেশি বসতি। ২০১০-এ বান্ডিপুরার ডি.সি অফিস এই ‘বাংলাদেশ’ গ্রামটিকে আলাদা স্বনির্ভর গ্রাম হিসেবে ঘোষণা করেছে। যদিও নাগরিক সুবিধা সবকিছু সেখানে এখনো পৌঁছায়নি । তাদের মূল জীবিকা মাছ ধরা এবং বাদাম সংগ্রহ । যদিও এখন কারুশিল্পের দিকে তাদের ক্রমবর্ধমান দক্ষতা তাদের জীবিকা নির্বাহের অন্যতম সহায়ক হয়ে উঠেছে। যদিও বেশ কিছু NGO তাঁদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি কল্পে সচেষ্ট হয়েছে। এছাড়া সরকারি সুবিধাও কার্যকরী হয়েছে। নিজেদের মতো করে তাঁরা প্রকৃতির কোলে শান্তিপূর্ণ ভাবেই আছেন।

কিন্তু বিবিসির সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গ্রামের নামটি তাঁদের অস্তিত্বকে কিছুটা হলেও সংকটে ফেলেছে। অনেক ক্ষেত্রেই তাঁদের অনুপ্রবেশকারি তকমা দেওয়া হচ্ছে। যদিও তা ভিত্তিহীন কারণ শুধু স্মৃতি বিজড়িত নামটি কার্যকরী রয়েছে। যদিও পক্ষে আছে আছে সরকারি স্বীকৃতি । আর তাই বলা যায় নামে কি বা আসে যায়! সবমিলিয়ে প্রকৃতির কোলে ভারতেই আছে এক টুকরো বাংলাদেশ। এডভেঞ্চার আর এক্সপ্লোরেশনের সখ থাকলে এই জায়গাটা  কিন্তু মন্দ নয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...