দুই বাংলার মেলবন্ধনে ‘বাংলা উৎসব’

তোমার ভাটিয়াল আমার গম্ভীরা

তোমার সারি জারি আমার বাউল

এক সুর এক তান একই অকুলের আকুতি

কবির ভাষায় এই পংক্তি দুই বাংলার মেলবন্ধনের কথাই বলে তাই আজ দুই বাংলা দেশ ও সাম্রাজ্যের বেড়াজালে বিভক্ত হয়েও যেন সংস্কৃতি ও মননে এক। আর তাই এবার দুই বাংলার হৃদয়ের  যোগসূত্রকে আরও মজ্বুত করতেই এবার দুই বাংলার যৌথ প্রয়াসে হতে চলেছে ‘বাংলা উৎসব’| আগামী ৪ঠা জানুয়ারী থেকে নজরুল মঞ্চে শুরু হবে এই উৎসব, যা চলবে টানা ২দিন ধরে| যার রূপকার বন্ধন ব্যাংক, দ্যা বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বেঙ্গল ফাউন্ডেশননাথিং বিয়ন্ড সিনেমা, চার দিকপাল প্রতিষ্ঠানের নিবেদনে পালিত হবে এই অনুষ্ঠান| নলেন গুড়ের রসগোল্লা আর কেক পেস্ট্রির সমাহারে নতুন বছরের শুরুতেই বাঙালির জন্য এ যেন এক মিষ্টির সমতুল| যেখানে একত্রিত হবে ‘দুই বাংলা, সীমানা ভুলে, এক সুরে’| দেশ কাল সময়ের বেড়াজালকে দূরে রেখে এ যে সুরের মুর্ছনায় ভেসে যাওয়ার উৎসব তা বলাই যায়| দুইপারের সংস্কৃতি ও সৃষ্টিকেই তুলে ধরা হবে এই অনুষ্ঠানে| রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল, রজনীকান্ত অতুলপ্রসাদ কিংবা যুগের নতুন প্রাপ্তি চন্দ্রবিন্দু বা চিরকূট| তাই পৃথিবীর মধুরতম বাংলা ভাষা আর সেই মধুর ভাষায় সৃষ্টি বাংলা গান ও দুই বাংলার স্বনামধন্য ৩৪ জন শিল্পী| থাকবে পুরাতনী, ক্ল্যাসিকাল আধুনিক ও নতুন ধারার গানও| তবে শধুই গান নয় তার সাথে সাথে থাকবে পেটপুজোর ব্যবস্থাও, কারণ বাংলা মানেই তো খাবারের সমাহার বলা যায় তাই ইলিশ-চিংড়ি থেকে শুরু করে পিঠে-পুলি সবকিছুই পেয়ে যেতে পারেন এই উৎসবে| এই তিনদিন থাকবেন নানা ক্ষেত্রের প্রথিতযশা শিল্পীরা যেমন পন্ডিত অজয় চক্রবর্তী (ভারত), রেজওয়ানা বন্যা চৌধুরী ( বাংলাদেশ), লোপামুদ্রা মিত্র (ভারত), জয়তী চক্রবর্তী ( ভারত) অদিতি মোহসিন ( বাংলাদেশ), দুর্নিবার সাহা (ভারত), শামা রহমান (বাংলাদেশ), শুভমিতা বন্দ্যোপাধ্যায় (ভারত), নচিকেতা চক্রবর্তী  (ভারত), অনুপম রায় ( ভারত), ফাহমিদা নবী (বাংলাদেশ), গৌতম দাস বাউল (ভারত), ইমন চক্রবর্তী (ভারত), রূপঙ্কর বাগচী (ভারত), পন্ডিত বিক্রম ঘোষ (ভারত), মহঃ মনিরুজ্জামান (বাংলাদেশ), দশরথ দাশ ( বাংলাদেশ), লাইসা আহমেদ লিসা (বাংলাদেশ), শর্মিলা বন্দ্যোপাধ্যায়সম্প্রদায় (বাংলাদেশ) প্রমুখ|

বুধবার উৎসব-এর প্রাক্কালে বেঙ্গল লাউঞ্জে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন পন্ডিত অজয় চক্রবর্তী, জয়তী চক্রবর্তীশুভমিতা ব্যানার্জি সহ আরো অনেক কলাকুশলীরা আর সেই চিত্রই ধরা পড়লো জিয়ো বাংলার ক্যামেরায়|

bangl-utsab1

bangla-utsab2

এটা শেয়ার করতে পারো

...

Loading...