এবার সিনেমার পর্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তাঁর জীবন নিয়ে বায়োপিক করছেন শ্যাম বেনেগাল।মুজিবরের জন্ম শতবর্ষে প্রখ্যাত চিত্র পরিচালকের ট্রিবিউট। ছবির ডিটেলিং এবং রিসার্চের জন্য বাংলাদেশে গিয়েছেন চিত্র নাট্যকার অতুল তিওয়ারি। শ্যাম বেনেগাল নিজেও বাংলাদেশ সফর করে এসেছেন। চলচ্চিত্রটির ব্যাপারে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকও করেছেন শ্যাম বেনেগাল।
ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে তৈরি হবে ছবি। ২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ঘোষণা করা হয়েছিল। দুই দেশের ১৯ জন সদস্যকে নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।
জানা গিয়েছে তিন ভারতীয় চিত্র পারিচালকের নাম প্রস্তাব করা হয়েছিল। শ্যাম বেনেগাল, গৌতম ঘোষ এবং কৌশিক গঙ্গোপাধ্যায়। দুই দেশের সদস্যরা চূড়ান্ত করেন শ্যাম বেনেগালকে।
বর্ষীয়ান পরিচালক পদ্মভূষণ, পদ্মশ্রী এবং দাদাসাহেব ফালকে সম্মান পেয়েছেন। গান্ধী, নেহরু বা নেতাজিকে নিয়েও তথ্যচিত্র করেছেন। মূলধারায় মন্থন, অঙ্কুর, নিশান্তের মতো বিখ্যাত সব ছবি পরিচালনা করেছেন তিনি।
শেখ মুজিবের চরিত্রে কোনও বাংলাদেশী অভিনেতাই থাকবেন বলে জানা গিয়েছে। শুরু থেকেই পরিচালক রোগা চেহারার ব্যারিটোন ভয়েসের অভিনেতা খুঁজছিলেন।
ছবির মূল ভাষা বাংলা। ছবিতে ‘ঢাকাই’ বাংলায় কথা বলবেন চরিত্ররা।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলা ভাষার প্রতি জাতির আবেগ সবই উঠে আসবে ছবিতে।
‘জাতির পিতা’র জন্মশতবর্ষে বাংলাদেশে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে।
২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মদিনের দিন ছবিটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। নভেম্বরে শুরু হবে শুটিং।