Bandel Station: এবার দূরপাল্লার ট্রেন ছাড়বে ব্যান্ডেল থেকে, বিশ্বমানের হয়ে উঠবে এই স্টেশন!

এবার পুরোপুরি ভাবে পালটে যাবে ব্যান্ডেল স্টেশনের চেহারা। হয়ে উঠবে বিশ্বমানের একটি রেল স্টেশন। এই স্টেশন পূর্ব রেলের জংশন স্টেশন হিসেবে যেমন ভাবে জলপাইগুড়ি, গুয়াহাটি এবং দিল্লীগামী ট্রেন যাত্রার পথে পড়ছে, ঠিক তেমন ভাবেই লোকাল ট্রেনে চেপে কলকাতামুখী যাত্রীরা প্রতিদিন যাতায়াত করেন। সেই সংখ্যা কিন্ত মোটেই কম নয়।

বর্তমানে এই স্টেশন থেকে দূরপাল্লার কোনও ট্রেনের যাত্রা হয় না। তবে, রেলের পরিকল্পনা অনুযায়ী আগামী দিনে ৫ থেকে ৬টি দূরপাল্লার ট্রেনের যাত্রা শুরু হবে এই স্টেশন থেকেই।

এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের যে কটি স্টেশনকে উন্নত করে বিশ্বমানের গড়ে তোলার বিষয়ে রাজি হয়েছেন, সেই স্টেশনগুলির মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গের ব্যান্ডেল স্টেশন।

এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন যে ভবিষ্যতে এই স্টেশনটিতে থাকতে চলেছে ১২টি লিফট এবং ২০টি এসক্যালেটর। তিনি আরও জানিয়েছেন যে বাণিজ্যিক দিক থেকেও একাধিক পরিকল্পনা করা হয়েছে। যেমন রুফ প্লাজা, ফুড প্লাজা সহ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে রেল।

এছাড়া স্টেশন বিল্ডিংটি তৈরি হবে একেবারে অত্যাধুনিক ও ঝাঁ চকচকে। গাড়ির ব্যবস্থা করা থাকবে স্টেশনের বাইরে। পাশাপাশি জোর দেওয়া হবে গ্রিণ এনার্জি ব্যবহারের ওপর।

এটা শেয়ার করতে পারো

...

Loading...