টিভির পর্দায় বাঞ্ছারামের বাগানবাড়ি

টেলিভিশনের পর্দায় এবার বাঞ্ছারামের বাগানবাড়ি’ বাঞ্ছারাম এবং তার বাগান রয়েছে গল্পের কেন্দ্রে। বাঞ্ছারাম এক পথ দুর্ঘটনায় স্ত্রী এবং ছোট মেয়েকে হারায়। এই যন্ত্রণা সে সামলাতে পারেনি। তার চরিত্রে ঘটেছে আমূল পরিবর্তন। সে সাঙ্ঘাতিক বদমেজাজি এবং ধারালো হয়ে গিয়েছে। সহজ জিনিস সহজভাবে সে আর নিতে পারে না। ছোট বোনের না থাকার সুযোগ নিয়ে বাপের বাড়িতে এসে ঘাঁটি গাড়ে বাঞ্ছারামের বাকি দুই মেয়ে। তারা তাদের স্বামীকে নিয়ে এসে থাকতে শুরু করে বাড়িতে। উদ্দেশ্য বাবার বাগানটিকে আত্মসাৎ করা। এর মাঝে ঘটে এক কাণ্ড। হঠাৎ করে ফিরে আসে  বাঞ্ছারামের ছোট মেয়ে

কিন্তু সে তার স্মৃতিশক্তি হারিয়েছে। বাবাকে মনে নেই তার। ঘটনাচক্রে তার ফিরে আসা বাঞ্ছারামের বাগানবাড়িতে। মাথায় হাত পড়ে বাকি দুই মেয়ের। তারা ভাবে এবার তো বাবা সব সম্পত্তি তার ছোট মেয়েকেই দিয়ে দেবে। তাই বাবাকে ভূতের ভয় দেখিয়ে মেরে ফেলার প্ল্যান করে তারা। কিন্তু এই পরিকল্পনায় সফল হবে কি তারা? নাকি ছোট মেয়ের দৌলতে বাঁচবে বাঞ্ছারামের জীবন? জানতে হলে ২৮ জুলাই টেলিভিশনের পর্দায় ঠিক দুপুর ১ টায় দেখতে হবে ‘বাঞ্ছারামের বাগানবাড়ি’

              পরিচালক রাজদীপ ঘোষ। অভিনয়ে বুদ্ধদেব ভট্টাচার্য (বাঞ্ছারাম), সুদীপ্তা চক্রবর্তী, রুবেল দাস, শতাব্দী মিত্র, বর্ণা বন্দ্যোপাধ্যায়, অম্লান মজুমদার, শান্তনু ঘোষ, অনিন্দ্য, অর্ণব, সুনীল বন্দ্যোপাধ্যায়, রিদ্ধি দাশগুপ্ত, রূপম মণ্ডল। ক্যামেরা সামলেছেন সুদীপ্তা মজুমদার। সম্পাদনায় শুভজিত সিংহ। সঙ্গীত পরিচালক আশু। শিল্প নির্দেশন কৌশিক এবং সাগর। অভিমন্যু মুখোপাধ্যায়, নিমো এবং শমিত ভৌমিকের প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি।

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...