স্মরণে বাল গঙ্গাধর তিলক

কেশভ গঙ্গাধর তিলক যাকে বাল গঙ্গাধর তিলক নামে বেশী চেনে মানুষ। যিনি ভারতীয় জাতীয় কংগ্রেস এক অন্যতম জননেতা, তার হাত ধরেই শুরু হয়েছিল ভারতের স্বাধীনতা আন্দলন। পেশায় তিনি একদিকে ছিলেন শিক্ষক অন্যদিকে আবার আইনজীবী কিন্তু দেশ ভক্তি তাকে একজন জাতীয়তাবাদি করে তোলে। তাই ১৮৯০ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করার পর দেশের স্বার্থে নিজেকে নিমজ্জিত করে রাখেন তিনি।  তার এই জাতীয়তাবাদী দেখে ইংরেজরা তাকে 'ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট' বলে সম্মধিত করতেন।  বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায় আর তাঁকে নিয়েই তৈরী হয় ভারতের স্বাধীনতা আন্দলনের থ্রিফলা 'লাল-বাল-পাল'। ১৯২০ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আজকের দিনেই আমাদের ছেড়ে চলে যান এই স্বাধীনতা সংগ্রামী। লোকমান্য তিলকের মৃত্যুবার্ষিকীতে জিয়ো বাংলার পক্ষ থেকে জানাই অনেক অনেক প্রণাম।

এটা শেয়ার করতে পারো

...

Loading...