স্বাস্থ্য ভালো রাখায় বেকিং সোডার উপকারিতা

গ্যাস অম্বলের ক্ষেত্রে যে বেকিং সোডা অত্যন্ত উপকারী তা অনেকেরই জানা। কিন্তু এই বেকিং সোডা যে ক্যান্সার প্রতিরোধ করতেও ব্যবহার করা যায় তা কি জানা ছিল?  ক্যান্সারের মত দুরাগ্য  ব্যাধির কারণে অনেককেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। কিন্তু ইতালির একজন চিকিৎসক তথা গবেষক তুলিও সিমনসিনি আশা দেখিয়েছেন এই চিকিৎসায়তাঁর লেখা ‘ক্যান্সার ইজ এ ফাঙ্গাস: অ্যা রিভল্যুশন ইন টিউমার থেরাপি’  বইয়ে তিনি উল্লেখ করেছেন, "ক্যান্সার এক ধরনের ফুসকুড়ি যা বেকিং সোডার সাহায্যে সহজেই দূর করা যায়"। চলুন জেনে নেওয়া যাক স্বাস্থ্য সুরক্ষায় বেকিং সোডার কিছু ব্যবহার।

সকালে ও রাতে দুবেলা জলে বেকিং সোডা মিশিয়ে পান করলে সকালে খুবই ঝরঝরে অনুভব করবেন।

বমি বমি ভাবের চিকিৎসায়, ক্যান্সারের চিকিৎসায় বেকিং সোডা এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মিশ্রণ ব্যবহৃত হয়। এই উপাদান দুটি শরীর থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশনে কাজে লাগে।

স্নানের জলে বেকিং সোডা মিশিয়ে স্নান করলে স্কিন হবে নরম ও উজ্জ্বল।

ত্বকে জ্বালার সমস্যা থেকে মুক্তি পেতে সেই স্থানে বেকিং সোডা লাগিয়ে হালকা হাতে মালিশ করলে উপকার পাওয়া যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...