১৯৯৪ সালে রিলিজ করেছিল ‘ লায়ন কিং’। অ্যানিমেশন মুভি। এ বছর বাদেও সেই সিনেমার জনপ্রিয়তা এতটুকু কমেনি। সেই কারনেই ডিজনি সিদ্ধান্ত নেয় লায়ন কিং-কে আবার ফিরিয়ে আনার। তবে এবার লাইভ অ্যাকশন মুভিতে। রিলিজ করার সঙ্গে সঙ্গেই সিনেমা ব্লকবাস্টার হিট! হিট সিম্বাও!
ছোট্ট ছোট্ট থাবা আর রাজকীয় হালচাল দেখে চোখ ফেরানো দায়!
কিন্তু কে এই সিম্বা?
যার আদলে তৈরি হয়েছে পর্দার সিম্বা, তার নাম ‘বাহাতি’। পুর নাম ‘বাহাতি মোজো’। সুহেলি ভাষায় যার মানে ‘সৌভাগ্যবান’। মার্কিন যুক্ত রাষ্ট্রের ডালাস চিড়িয়াখানার ছোট্ট এক সিংহ ছানা। তার যখন মাস খানেক বয়স তখন লায়ন কিং ছবির সিম্বার জন্য তাকে নির্বাচন করা হয়। তার কিছু ভিডিও এবং ছবি চিড়িয়াখানা কর্তৃপক্ষ ডিজনি সংস্থার অ্যানিমেশন টিমের কাছে পাঠানো হয়। সিনেমা তৈরির প্রায় দু বছর আগে।
টলমল পায়ে বাহাতির প্রথম হাঁটতে শেখা, প্রথম মায়ের সঙ্গে স্নান, মায়ের সঙ্গে খাওয়া, মুখ থেকে দুধ ধরে পড়া, এই সব ফুটেজ দেখেই তৈরি করা হয় পর্দার সিম্বাকে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বাহাতির সেই ভিডিওর টুকরো অংশ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায়।
বাহাতি এখন আড়াই বছরের গর্জাস গার্ল! ওজন ২৬০ পাউন্ড। ডালাস চিড়িয়াখানায় সে খুবই স্পেশাল। প্রায় ৪০ বছর পর মার্কিন যুক্ত রাষ্ট্রের এই চিড়িয়াখানায় সিংহ শাবকের জন্ম হয়েছিল। সেই কারনেই তার নাম রাখা হয় ‘বাহাতি মোজো’। ২০১৭ এর সেন্ট প্যাট্রিক ডে তে তার জন্ম হয়।
;
ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে পর্দার সিম্বার মতই জনপ্রিয় হয়ে উঠেছে বাহাতিও। বাহাতির ভক্তদের আফসোস বড় তাড়াতাড়ি বড় হয়ে উঠছে সে!