কখনও ভেবে দেখেছেন, একসময় পৃথিবীর বুকে যারা বিরাজ করত, তারা যদি আবার ফিরে আসে, তাহলে ব্যাপারটা কেমন হবে ? বিষয়টা যতটা মজাদার ততটা ভয়ানকও বটে। আজ যদি সকালে ঘুম থেকে উঠে আপনি দেখেন যে আপনার বাড়ির বাগানে ডাইনোসর ঘুরে বেড়াচ্ছে, তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে? বাসের জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছেন, হঠাৎ দেখলেন আপনার সামনে দিয়ে একটি ম্যামথ হেঁটে চলে গেল, আপনি ভয় পেতে বাধ্য।
তবে চিন্তা নেই এই ছবি অদূর ভবিষ্যৎেও সম্ভব নয়। তবে হ্যাঁ ডাইনোসর বা ম্যামথ না থাকে, পৃথিবীর বুক থেকে হারিয়ে যাওয়া নীলকন্ঠ পাখিকে ফিরিয়ে আনছে বাগমারি নবারুন সংঘ। একটা সময় কলকাতার কৃষ্ণনগরে প্রচুর পরিমাণে এই পাখি পাওয়া যেত। তবে এখন তা শুধুই ইতিহাস। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে আমাদের স্টুডিও-তে উপস্থিত ছিলেন এই পূজা কমিটির সম্পাদক সজল কুমার দে ও দুইজন সাধারণ সদস্য কার্তিক বসাক ও অশোক দাস। সঞ্চালক ইকেবানার সাথে, তাদের পুজোর বিযয়ে জানলাম আমরাও। প্রকৃতি বুক থেকে হারিয়ে যাওয়া জিনিসকে ফিরিয়ে আনার প্রয়াসে ৭৫তম বর্ষে তাদের এবারের থিম “প্রত্যপর্ণে ফেরা”।
তৃতীয়ার দিন উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে তাদের ২০১৯ শারদোৎসবের পথচলা। থাকবে পাড়ার ছোট ছোট শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। অষ্টমীর দিন পল্লীবাসী সহ সকল দর্শানর্থীদের মিলিয়ে প্রায় ১৫০০ মানুষ মায়ের ভোগ গ্রহন করে থাকেন। দমদম বা কবিসুভাষগামী যে কোনও মেট্রোয়ে উঠে শোভাবাজার সুতানূটি, সেখান থেকে অটো ধরে উল্টোডাঙ্গা এসবিআই-এর নিকট এই পূজা মন্ডপ।