মুক্তির অপেক্ষায় বাঘিনী

অবশেষে মুক্তি পেতে চলেছে নেহাল দত্ত পরিচালিত বাংলা ছবি 'বাঘিনী' মূলত লোকসভা নির্বাচনের কারণেই পিছিয়ে যায় ছবির মুক্তি। ঠিক যেভাবে ২০১৯-এর লোকসভা নির্বাচনের জন্য পিছিয়ে গিয়েছিল 'PM নরেন্দ্র মোদী'। ফলাফল প্রকাশের পরদিনই মুক্তি পায় সেই ছবি। এবার সামনে আসতে চলেছে 'বাঘিনী'।

দক্ষিণ কলকাতার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ মেয়ের রাজনীতিবিদ হয়ে ওঠার গল্প বলবে এই ছবি। ছবিটিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক বলছেন না পরিচালক। বরং রাজ্যের মুখ্যমন্ত্রীর জীবনের দ্বারা অনুপ্রাণিত হয়েই এই ছবি বলছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে আসবে এই ছবিতে।

টানা তিনটি বছর গবেষণার পর এই ছবি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। ছবিতে সেই লড়াকু মেয়ের নাম রাখা হয়েছে ইন্দিরা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলিই উঠে আসবে এই ছবিতে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুমা ঘোষ; ফাল্গুনি চট্টোপাধ্যায়; অলকানন্দা গুহ; অনন্যা গুহ; রাহুল চক্রবর্তী ; পার্থ চক্রবর্তী সহ আরও অনেকে।

ছবির প্রযোজক তথা চিত্রনাট্যকার পিঙ্কি পাল মণ্ডল। সব দিক ঠিক থাকলে ১৪ জুন দর্শক দরবারে আসবে 'বাঘিনী'।

 

 

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...