হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি বড় ম্যাচের। তাই ডার্বির আগে জোর কদমে অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান। বাগান শিবিরে ডাক্তার বদলানোর সঙ্গে সঙ্গে সেরেছে রোগ। খালিদ জামিলের কোচ হয়ে আসার পর থেকে জয়ের সরণিতে ফিরেছে বাগান শিবির। তাই স্বস্তির হাওয়া গোটা বাগান জুড়ে। অন্যদিকে ইতিবামধ্যেই চোট সারিয়ে ময়দানে নেমে পড়েছেন বাগানের হার্ট থ্রব সনি নর্ডি। সব কিছু ঠিক থাকলে ২৭ এর বড় ম্যাচে মূল আকর্ষণ-ই হবে নর্ডি। তবে কোনো একজনের ওপর নয়, খালিদের নজর গোটা টিমের ওপরই। তাই সেই ভাবে প্রস্তুত করাচ্ছেন তিনি গোটা টিমকে। নেরিকা ম্যাচে চোট পেলেও ডার্বিতে খেলার ব্যাপারে পুরোপুরি আশাবাদী বিদেশি মিড ফিল্ডার ওমর। চোট সারিয়ে তিনিও অনুশীলনে ব্যস্ত। তবে সবার সঙ্গে মাঠে নেমে নয়, গোল রক্ষক কোচ অর্পণ দে তাঁকে আলাদা ভাবে অনুশীলন করাচ্ছেন। এই ডার্বি ম্যাচটি খালিদ জামিলের কাছে এক অন্য চ্যালেঞ্জ সে কথা বলা যেতেই পারে। কারন গতবছর ইস্টবেঙ্গল থেকে তাকে এক প্রকার বাদ দিয়ে দেওয়া হয়। তাই ডার্বিতে সেই পুরোনো জবাব দিতে চান বাগানের থিঙ্ক ট্যাংক। এবারের বড় ম্যাচ জিতলে এক ঢিলে দুই পাখি মারা হবে বাগানের। এক লীগ টেবিলে তারা কিছুটা এগিয়ে যেতে পারবে, অন্যদিকে গত ডার্বি ম্যাচে হারের বদলা নিতে পারবে। তাই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একমাত্ৰ ৩ পয়েন্টই টার্গেট করছে বাগানের থিঙ্ক ট্যাংক কোচ খালিদ জামিল।