দক্ষিন কলকাতার দশটি সেরা পুজোর সন্ধান করলে প্রথম পাঁচটি পুজোর মধ্যে যারা যারা আসবে তাদের মধ্যে একটি হল কালিঘাট বাদামতলা আষাঢ় সংঘ।
জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষ্যে আমাদের স্টুডিও-তে উপস্থিত ছিলেন পূজা কমিটির সম্পাদক বাবুজি দা ও কমিটির সদস্য শুভ্রদীপ পাল। সঞ্চালক সিঞ্চিতা-র সাথে, তাদের পুজোর ব্যাপারে জানলাম আমরাও। প্রাথমিক ভাবে সাবেকি পুজো করলেও, ১৯৯৯ সালে প্রথম থিমপুজোয় প্রবেশ করে তারা। তার পর থেকে আর ফিরে তাকাতে হয় নি, প্রত্যেকবছর তাদের থিম প্রভাবিত করেছে বহু মানুষকে। আর তাই ৮১তম বর্ষে থিম শিল্পী স্নেহাসিস মাইতির ভাবনায় সেজে উঠছে তাদের এবারের থিম ‘বিন্দু’। আর থিমের সাথে সামঞ্জস্য রেখে শিল্পী অরুন পাল-এর তুলির টানে ফুটে উঠছে মায়ের রুপ।
চলতি বছরের ১৬জুন থেকে শুরু হওয়া প্রস্তুতী পর্ব এখন প্রায় শেষের দিকে, চলছে শেষ পর্যায়ের কারুকার্য। পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয় বলে এখনই সেই দিন নির্ধারণ করে নি ক্লাব কর্তৃপক্ষ, তবে মহালয়ার পরের দিন সাধারণত উদ্বোধন হয়ে থাকে আশার সঙ্গের পুজোর। সপ্তমি থেকে নবমী, এই তিন দিন ব্যাপে ক্লাব কর্তৃপক্ষোর তরফ থেকে মহাভোজের আয়োজন করা হয়। তবে অষ্টমীর আয়োজনে অংশগ্রহন করতে পারে সকল দর্শনার্থী।
তাই আপনারও যদি এই পুজোর সাক্ষি থাকতে চান তাহলে কবি সুভাষ বা দমদম গামী যে কোনও মেট্রোতে উঠে নামতে হবে কালিঘাট। সেখান থেকে হাটা পথে পৌঁছে যেতে পারেন বাদামতলা আষাঢ় সংঘ-র পূজা মন্ডপে।