আকাশ আটের অনন্য নিবেদন 'শ্রী গুরুবে নম:'। এই শিরোনামের সিরিজে উঠে আসে গুরুদের কথা। যে গুরুদের পাথেয় করে জীবনের সঠিক দিশা পান মানুষ। তেমনই একজন 'বাবা লোকনাথ'। তাঁর ভক্ত সংখ্যা অগণিত। মর্তে তাঁর মহিমা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
আগামী ১৫ মে থেকে আকাশ আট -এ আসছে 'বারদীর লোকনাথ'। বাবা লোকনাথের জীবনের শেষ ২৭ টি বছর কেটেছিল বারদীতে। সেই সময়কার ইতিহাসই উঠে আসবে এই ধারাবাহিকে।
প্রসংগত শুধু বিনোদন নয়; বিনোদন এবং শিক্ষা একসঙ্গে দর্শকের সামনে তুলে ধরে আকাশ আট। সাহিত্যও তার অঙ্গ হিসেবে রয়েছে স্বমহিমায়।
পরিচালক অরিন্দম বসু জানান-"ঐতিহাসিক ঘটনা অবলম্বন করেই তৈরি হয় শ্রী গুরুবে নম: সিরিজের এক একটি গল্প। এখানে অতিরিক্ত কিছু দেখানোর অবকাশ নেই। যেটুকু তথ্য সংগ্রহ করা সম্ভব হয় সেটুকুই তুলে ধরা হয়। লোকনাথ সম্বন্ধে অনেক বই যেমন আছে তেমনি ইন্টারনেট ঘাঁটলে এই মহাপুরুষ সম্বন্ধে প্রচুর তথ্য নিমেষে চোখের সামনে ভেসে ওঠে। বারদীত বাবা লোকনাথের জীবনের শেষ ২৭ বছরের বিভিন্ন ঘটনা উঠে আসবে ধারাবাহিকে।"
বাবা লোকনাথের চরিত্রে শুভাশিস গাঙ্গুলি। তিনি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন দোলন রায়, দ্রোণ মুখোপাধ্যায় সহ আরও অনেকে।
বানতলা, শান্তিনিকেতনে চলছে এর শুটিং। প্রচণ্ড দাবদাহেও সকাল-সন্ধ্যা আউটডোর করছে টিম।
১৫ মে থেকে আকাশ আটে আসছে এই ধারাবাহিক। সম্প্রচারিত হবে সোম থেকে শনি সন্ধে ৬ টায়।