চার বছর হয়ে গিয়েছে মুক্তির। তবু ‘বাহুবলী’ নিয়ে এখনও চমকের শেষ নেই। বাহুবলী এবার লন্ডন পৌঁছল। লন্ডনের বিখ্যাত রয়্যাল অ্যালবার্ট হলে। সম্প্রতি সেখানে ‘বাহুবলী’র শো দেখল প্রবাসী ভারতীয়রা। এম এস রাজামৌলীর পরিচালিত এই দক্ষিণী ছবি দেখতে হল ভরে যায়।
এই প্রথম ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষার সিনেমা দেখানো হল লন্ডনের ঐতিহ্যবাহী রয়্যাল অ্যালবার্ট হলে। যা নিঃসন্দেহে ভারতীয় সিনেমার পক্ষে গর্বের বিষয়, ‘বাহুবলী’র জন্য তো বটেই।
Standing ovation at the @RoyalAlbertHall... 🔥🔥🙏🏻🙏🏻
— Baahubali (@BaahubaliMovie) October 20, 2019
HUGE applause to whoever came to #ReliveTheEpic..
Thank you LONDON... We will cherish this event forever... ❤🙏🏻
Saahore @MMKeeravaani & the entire team of BAAHUBALI... 🔥✊🏻pic.twitter.com/HeZ1MmwA88
মহেশমতি সাম্রাজ্যের উত্থান-পতনের বর্ণময় কাহিনি দেখে করতালি দিয়ে ‘বাহুবলী’কে অভিবাদন জানান ব্রিটেনের সিনেমাপ্রেমী মানুষ। গোটা রয়্যাল অ্যালবার্ট হলে হাততালির ঝড়।
‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর বিশেষ স্ক্রিনিং উপলক্ষে রয়্যাল অ্যালবার্ট হলে উপস্থিত ছিলেন ছবির পরিচালক রাজামৌলি, অভিনেতা প্রভাস-রানা দাগ্গুবতী, অভিনেত্রী অনুষ্কা শেঠি। বিদেশের মাটিতে মূল ধারার দক্ষিণী ছবির এমন সাদর সম্মান দেখে আপ্লুত হয়ে পড়েন তাঁরা। ১৪৮ বছরের পুরানো রাজকীয় রয়্যাল অ্যালবার্ট হল ভারতীয় ছবি দিয়েই তার দীর্ঘ দিনের প্রথা। ভাঙল ‘বাহুবলী’র মাধ্যমে।
ভারতে সর্বোচ্চ আয় করা ১০ টি সেরা ব্লকব্লাস্টার ছবির তালিকায় আছে বাহুবলী। ২০১৫ সালে মুক্তি পাওয়ার পর দেশ জুড়ে ৬৫০ কোটি টাকা ব্যবসা করেছিল। বিদেশের মাটিতেও পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। বাহুবলী সিরিজের দ্বিতীয় ছবি বাহুবলী-২ একই রকম জনপ্রিয়তা পেয়েছিল।
টুইটারে অ্যালবার্ট হলের ছবি পোস্ট করেন পরিচালক রাজা মৌলী। টিম বাহুবলীর সঙ্গে সব সদস্যদের সঙ্গে ছবি পোস্ট করে রাজামৌলি লিখেছিলেন, ‘লন্ডনে বাহুবলীর রয়্যাল রিইউনিয়ন।’
রয়্যাল অ্যালবার্ট হলে ছবির স্ক্রিনিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাকগ্রাউন্ডে লাইভ অর্কেস্ট্রা পারফর্ম করেন ছবির সংগীত পরিচালক এম এম কিরাবানি এবং তাঁর দল।
রয়েল অ্যালবার্ট হল লন্ডনের বিখ্যাত কনসার্ট হল।১৮৭১ সালে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া এ কনসার্ট হলটির উদ্বোধন করেছিলেন।