রাজ্যের একমাত্র শিক্ষক শিক্ষণ বিশ্ববিদ্যালয় বিশ্বের দরবারে স্বীকৃতি পেতে চলেছে

মাত্র পাঁচ বছরের মধ্যেই বিশ্বের দরবারে স্বীকৃতি মিলতে চলেছে রাজ্যের একমাত্র শিক্ষক শিক্ষণ বিশ্ববিদ্যালয়ের'অ্যাচিভমেন্ট ফোরাম' নামে একটি আন্তর্জাতিক সংস্থা প্রতি বছর বিভিন্ন বিভাগে বিশ্বের বাছাই করা শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মান জানায়। তাদের কাজে অবদানের জন্য পুরস্কৃত করা হয়। এ বছর সেরকমই একটি প্রতিষ্ঠান হিসেবে সারা দেশের মধ্যে রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়া হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়কে মনোনীত করা হয়েছে সায়েন্স অ্যান্ড এডুকেশন বিভাগে।

                  লন্ডনে আগামী ১৭ এপ্রিল পুরস্কার প্রদানের আসর বসবে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য, সংস্থাটিকে বিশ্বের ৫৪টি দেশ স্বীকৃতি দিয়েছে। অ্যাচিভমেন্ট ফোরামের দাবি, তাদের ওপর কোনও রাজনৈতিক এবং রাষ্ট্রের প্রভাব নেই। সেরকম অরাজনৈতিক একটি সংস্থার তরফ থেকে রাজ্যের এই শিক্ষাপ্রতিষ্ঠান পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ায় স্বভাবতই খুশি শিক্ষা মহল। শিক্ষামন্ত্রীও এমন স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানিয়েছেন।

                যে পুরস্কারটি দেওয়া হবে, তাতে একটি ট্রফি থাকবে। সেটি তৈরী অমূল্য ধাতু দিয়ে। তাছাড়া একটি লাইসেন্সও দেওয়া হবে সেই সঙ্গে যার মাধ্যমে এই পুরস্কারকে ব্যবহার করে প্রতিষ্ঠানের প্রচার করতে পারবেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্তারা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে যাতে সমগ্র বিশ্ব দেখতে পায়। বিশ্ববিদ্যালয়ের কাছে এই চিঠি আসার পরই উপাচার্য অনুষ্ঠানে যোগ দিয়ে যাবার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।

              এই অনুষ্ঠানের বাছাইপর্বের জন্য একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেছে। সোশ্যাল মিডিয়া, সংবাদমাধ্যম এবং বিশেষজ্ঞদের কাছ থেকেও তথ্য নেওয়া হয়। বিভিন্ন সম্মেলনে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে কার কী অভিমত তাও সংগৃহিত হয়। তারপর এসবের ওপরে বিস্তারিতভাবে পর্যালোচনা করে বিশেষজ্ঞ কমিটি। গোটা বিশ্বের মধ্যে থেকে এমন ১০০ টি প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে। সংস্থার সামনে আগামী ১৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি উপস্থাপনা দিতে হবে সংস্থার সামনে। এছাড়াও বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অ্যাচিভমেন্ট ফোরামের একটি দল বিশ্ববিদ্যালয়ে এসে সব নথিও পরীক্ষা করে গিয়েছে। তাদের পরীক্ষা ব্যবস্থা কেমন, কী কী নতুনত্ব কোর্স রয়েছে, কলেজগুলি কীভাবে পরিচালনা করা হয় ইত্যাদি বিষয়ের ওপর খোঁজখবর নিয়েছে ওই সংস্থা। সমস্ত কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...