চণ্ডীগড়ে রূপান্তরকামীদের এক অভিনব উদ্যোগের পাশে দাঁড়ালেন বলি অভিনেতা আয়ুষ্মান খুরানা!

বলিউডের অন্যতম অভিনেতা, আয়ুষ্মান খুরানার অভিনয়ের দক্ষতা নিয়ে কিছু বলার নয়। ২০১২ সালে তাঁর প্রথম ছবি ছিল ‘ভিকি ডোনার’। সেখানেই অভিনয়ের দক্ষতা বুঝিয়ে দিয়েছেন সকল দর্শককে। এরপরেই তিনি ‘দম লগাকে হাইসা’, ‘বরেলি কি বরফি’, ‘শুভ মঙ্গল জ্যায়দা সাবধান’, ‘বাধাই হো’, ‘ড্রিম গার্ল’, ‘বালা’, ‘অন্ধাধুন’, ‘আর্টিকেল ১৫’-এর মতন একাধিক ছবি করে মন জয় করেছেন বহু দর্শকদের। প্রশংসা করার মতন একের পর এক ছবি বানিয়ে যাচ্ছেন তিনি। প্রত্যেক ছবির মধ্যে দিয়ে একটা সামাজিক বার্তা ছড়ান আয়ুষ্মান।

তবে, এবার অভিনয় ছাড়াও বাস্তব জীবনে নতুন উদ্যোগে প্রবেশ হলেন বলি অভিনেতা।

জানা গিয়েছে যে চণ্ডীগড়ে রূপান্তরকামীরা মিলে একটি ‘ফুড ট্রাক’ শুরু করলেন। আর তারই উদ্বোধন করলেন আয়ুষ্মান। চণ্ডীগড়ের  জিরাকপুর এলাকায় তৈরি হয়েছে ‘ফুড ট্রাক’টি। আর মাত্র এক দিন হল সেইটি শুরু হয়েছে। কি নাম  দেওয়া হয়েছে জানেন? ‘স্বীকার’।

image_2024_03_30T13_08_08_109Z

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে আয়ুষ্মান জানিয়েছেন যে এই ফুড ট্রাকটি একটি বিশেষ কারণে চালু করা হয়েছে। সমাজের রূপান্তরকামীদের উৎসাহ দিতেই এমন একটা উদ্যোগ নিয়েছেন তিনি। তবে তাঁর মতে এটা খুবই ক্ষুদ্র প্রয়াস।

তিনি আরও জানান যে সমাজের একটা বড় সংখ্যক মানুষকে এঁদের নিয়ে ভাবতে হবে এবং তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। দেশে এই গোষ্ঠীকে নিয়ে অনেকেই সচেতন নয়। ফলে, খানিকটা একঘরে করে রাখা হয়। আর তাই বিভিন্ন সুবিধা থেকেও বঞ্চিত হয়ে যান তাঁরা। এই ধরনের উদ্যোগ এই গোষ্ঠীর মানুষদের অর্থনৈতিক স্বাধীনতা দেবে এবং সমাজে নিজেদের জন্যে একটা স্থান পাকা করতে পারবেন তাঁরা।

জানা গিয়েছে যে রূপান্তরকামীদের এই অভিনব উদ্যোগে যুক্ত হওয়ায় পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রথম রূপান্তরকামী ধনঞ্জয় চৌহ্বাণ বলি তারকা আয়ুষ্মান খুরানাকে কৃতজ্ঞতা জানিয়েছেন। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...