Autism Therapy India: অটিস্টিক শিশুদের জন্য ‘ডান্স মুভমেন্ট থেরাপি’ ক্লাসের আয়োজন করল নীলরতন হাসপাতাল

বৃহস্পতিবার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের জন্য ‘ডান্স মুভমেন্ট থেরাপি’ ক্লাসের আয়োজন করেছিল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ। এই বিশেষ থেরাপির মাধ্যমে অভিভাবকদের শেখানো হয়েছে বিশেষ কিছু নাচ-গানের মুভমেন্ট। এগুলি তারা বাড়ি গিয়ে নিজেদের বাচ্চাকে শেখাতে পারবেন। এর ফলে মন ভালো থাকবে অটিজম আক্রান্ত ছোট্ট শিশুদের। এই থেরাপিগুলি অটিজম আক্রান্ত বাচ্চাদের সুস্থ হতে সাহায্য করবে।

বর্তমান সময়ে দেশের প্রতি ৬৮ জন শিশুর মধ্যে একজন অটিজমে আক্রান্ত। অটিজম হল এমন একটা অবস্থা, যেখানে শিশুটির সামাজিক বিকাশ ঠিকমতো হয় না। এ ধরনের শিশুরা অন্যান্য স্বাভাবিক শিশুদের সঙ্গে খেলাধুলো করতে পারে না। অন্যদের সঙ্গে ঠিকমতো মিশতেও পারে না। এই শিশুদের বুঝতে গেলে ও তাদেরকে ভালো রাখার জন্য প্রয়োজন বিশেষ যত্ন ও থেরাপি। কিন্তু এই বিশেষ থেরাপিগুলি খরচসাপেক্ষ। সেকারণে সব মানুষের পক্ষে এই থেরাপিগুলি আক্রান্ত বাচ্চাকে দেওয়া সম্ভব নয়। তাদের কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নিয়েছিল নীলরতন সরকারি হাসপাতালে।

বৃহস্পতিবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে বিশেষে এই অনুষ্ঠানে অভিভাবকদের প্রশিক্ষণ দিয়েছেন ডা. অদিতি বন্দ্যোপাধ্যায়। আগামী দিনেও প্রতি মাসে অটিস্টিক শিশুদের অভিভাবকদের নিয়ে এই ওয়ার্কশপ করার পরিকল্পনা করেছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...