রক্ত সংকটে বৈঠক শহরে

মানুষের জীবন বাঁচাতে প্রয়োজন এক বিন্দু রক্ত আর কিছু ক্ষেত্রে এই রক্তের অপর্যাপ্ত যোগানের ফলে শেষ হয়ে যেতে পারে একটা গোটা জীবন| কিছু ক্ষেত্রে যে রক্ত দরকার পড়ে তা হয় নেগেটিভ গ্রুপের| আমরা সকলেই জানি,  ব্লাড গ্রুপ রয়েছে ৪টি| এ, বি, এবি, এবং ও| এই চারধরনের ব্লাড গ্রুপের মধ্যে রয়েছে পজিটিভ ও নেগেটিভ শ্রেণীবিভাগ| প্রতিটি গ্রুপের রক্তের যথাক্রমে পজিজিভ ও নেগেটিভ ভাগ রয়েছে| পজিটিভ গ্রুপের রক্ত সহজে পাওয়া গেলেও সমস্যা হয় নেগেটিভ গ্রুপের রক্তের ক্ষেত্রে| বিশেষ করে সমস্যা সৃষ্টি হয় ও নেগেটিভ রক্তের ক্ষেত্রে|

প্রতিবছরেই গরমে রক্তের ঘাটতি হয় নানা জায়গায়| এইসময় নানা রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিভিন্ন পাড়া থেকে| কিন্তু এই বছর সামনেই লোকসভা নির্বাচন থাকার কারণে রক্তদান শিবিরের আয়োজন করা সম্ভব হচ্ছে না কোথাও| তাই এই মুহুর্তে দাঁড়িয়ে রক্তের ঘাটতি খুব বেশি বলে মনে করছে স্বাস্থ্য দফতর| এই গরম আর তারপর ভোট এই দুয়ের মাঝে পড়ে যাতে ব্লাডব্যাঙ্ক রক্ত শুন্য না হয়ে যায় সেই জন্য ব্লাড ব্যাঙ্কের মেডিক্যাল অফিসারদের নিয়ে একটি বৈঠক হতে চলেছে কলকাতার স্বাস্থ্য ভবনে| সরকারী হাসপাতালগুলি থেকে জানিয়েছে এই মুহুর্তে ব্লাড ব্যাঙ্কগুলিতে নেগেটিভ রক্তের অভাব রয়েছে| আরজিকরের চিকিৎসকেরা জানাচ্ছেন, রোগীর পরিবার একদমই যে রক্ত পাচ্ছেন না তাও নয়| তবে যা পাওয়া যাচ্ছে তার পরিমান আরও বাড়াতে হবে| আরোও বেশি করে রক্তদান শিবিরের আয়োজন করতে হবে| এইরকম সময়ে এসে স্বাস্থ্য দফতরের পরামর্শের অপেক্ষায় রয়েছে সব হাসপাতাল|

এসএসকেএমের তরফ থেকে জানানো হয়েছে, শিবির পেলেও তার থেকে পাওয়া ফল ভালো হয়| আরও শিবির বাড়ানোর দিকে জোর দিতে অনুরোধ জানাচ্ছেন তারা| এই কারণে আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার এসএসকেএমের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে| এই রক্তদান শিবিরে মোট ৭০০ জন দাতার কাছ থেকে রক্ত নেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তারা| শিবির বাড়ানোর উদ্দেশ্যে আগে যেসব সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করেছিল নথি ঘেঁটে তাদের সাথে আবারও যোগাযোগ করা হচ্ছে| তাদের বোঝানো হচ্ছে তারা যাতে আবারও রক্তদান শিবিরের আয়োজন করে| এছাড়া প্রতিটি রোগীর পরিবারের লোকজনকেও বোঝানো হচ্ছে রক্তদানের প্রয়োজনীয়তা কোথায়| তারাও যথারীতি রক্ত দেওয়ার পক্ষেই সায় দিয়েছেন| তবুও প্রয়োজনমত রক্ত মিলছে না বলেই জানাচ্ছে ব্লাড ব্যাঙ্কগুলি|

ন্যাশনাল মেডিক্যাল কলেজের একজন চিকিৎসক জানাচ্ছেন, এমত অবস্থায় দাঁড়িয়ে নিজেদের প্রয়োজনেই এক একজন মানুষের রক্তদানে উৎসাহী হয়ে এগিয়ে আসা উচিত| এই ডাকে সারা দিয়ে প্রচুর মানুষ এবার রক্ত দানে উৎসাহী হবেন এমনটাই আশা সবার|       

এটা শেয়ার করতে পারো

...

Loading...