অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের কারনে ধোঁয়ায় ঢেকে রয়েছে পুরো শহর। দূষণের ফলে তাই অনিশ্চিত হয়ে যেতে পারে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন।
দূষণের কারনে অস্ট্রেলিয়ান ওপেনে খেলা অনেক প্লেয়ারদের প্র্যাকটিস বাতিল করে দেওয়া হয়েছে। প্রচণ্ড ধোঁয়াশার মধ্যে খেলতে গিয়ে একজন প্লেয়ার অসুস্থ হয়ে নাম তুলে নিতে বাধ্য হয়েছে। এছাড়াও কুয়ং ক্লাসিকে শারাপোভার ম্যাচ বাতিল করা হয়েছে। সামনের সপ্তাহের মধ্যে এই অবস্থার উন্নতি না হলে তার জের পরবে অস্ট্রেলিয়ান ওপেনে। এখন বিভিন্ন জায়গায় প্র্যাকটিস ম্যাচ খেলছে অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণকারী টেনিস খেলোয়াড়রা। এই অবস্থায় দূষণের ফলে মেলবোর্ন শহরের এমন অবস্থা যে এর ফলে এই ঐতিহ্যশালি গ্র্যান্ড স্ল্যাম বাতিল হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। শারাপোভা এই বিষয়ে বলেন দ্বিতীয় সেট খেলার সময় থেকেই এই পরিস্থিতি বুঝতে পারছিলাম। কোনোভাবেই এই অবস্থায় ম্যাচ খেলা সম্ভব নয়। তাই ম্যাচ বাতিল করে ভালই করা হয়েছে।