৬০ বছর ধরে রক্ত দিয়ে ২৪ লক্ষ সদ্যজাত’র প্রাণ বাঁচিয়েছেন ৮১ বছরের এই বৃদ্ধ

৬০ বছর ধরে রক্তদান করে প্রায় ২৪ লক্ষ সদ্যজাত শিশুর জীবন বাঁচিয়েছেন অস্ট্রেলিয়ার বাসিন্দা জেমস হ্যারিসন। সারা জীবন ধরে ১০০০ বারেরও বেশি রক্তদান করেছেন তিনি। ১১ই মে, ২০১৮ তে ৮১ বছরের মাথায় তিনি তাঁর শেষ তথা ১১৭৩তম রক্তদান প্রক্রিয়াটি সম্পন্ন করেন।

ম্যান উইদ দ্য গোল্ডেন আর্ম নামে খ্যাত এই ব্যক্তির শরীরে বইছে বিশেষ রক্ত। ইউকে’র ন্যাশনাল হেলথ্ সার্ভিসের মতানুসারে, রেসাস এমন একটি ক্ষতিকর রোগ যা সন্তানসম্ভবা মহিলাদের জরায়ুতে প্রবেশ করে অ্যান্টিবডি নষ্ট করে দেয় এবং গর্ভস্থ সন্তানের রক্তকোষ ভেঙ্গে ফেলে।

আর এই রোগ প্রতিরোধ করতে ব্যবহার করা হয় হ্যারিসনের রক্ত। কারণ, তাঁর রক্তে রয়েছে রেসাস প্রতিরোধকারী অ্যান্টিবডি। এই রক্ত থেকেই তৈরী হয় ‘অ্যান্টি-ডি’ নামক ইঞ্জেকশন, যা রেসাস প্রতিরোধ করতে কার্যকরী ভূমিকা পালন করে।

এই ইঞ্জেকশন প্রস্তুত করতে হ্যারিসনের রক্ত থেকে প্লাজমা লোহিত রক্তকণিকা সংগ্রহ করেন চিকিৎসকেরা।

হ্যারিসনের জন্ম ১৯৩৬ সালের ২৭শে ডিসেম্বর। মাত্র ১৪ বছর বয়সে বুকে গুরুতর অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হন। চেস্ট সার্জারি জন্য প্রয়োজন ছিল ১৩ লিটার রক্ত। সার্জারির পর, প্রায় তিন মাস হাসপাতালে থাকেন তিনি। সুস্থ হওয়ার পর উপলব্ধি করেন তাঁর মত অনেকেরই রয়েছে রক্তের প্রয়োজনীয়তা।

যে জীবনদায়ী রক্ত তাঁকে তাঁর জীবন ফিরিয়ে দিয়েছিল, সেই রক্ত দিয়েই মানুষের উপকার করার শপথ নেন তিনি। আর সেই সূত্রেই, ১৮ বছর বয়স অতিক্রম করার সাথে সাথেই শুরু করে দেন রক্তদান।

১৯৯৯ এর ৭ই জুন, তাঁকে মেডেল অফ দ্য অর্ডার অফ অস্ট্রেলিয়াসন্মানে ভূষিত করা হয়। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...