অস্ট্রেলিয়ার ভারত সফর

সম্পূর্ণ নতুন দল নিয়ে ওডিআই ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী বছর জানুয়ারি মাসে ভারতের মুম্বই, রাজকোট আর বেঙ্গালুরুতে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে আসবে অজি-রা। সম্প্রতি, চোদ্দ জনের একটি দল ঘোষণা করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। যেখানে জায়গা পাননি চলতি বছরের ক্রিকেট বিশ্বকাপ খেলা বেশ কয়েকজন খোলোয়াড়-রা। 

১৪ জনের দলে জায়গা পাননি গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনস ও ন্যাথান লিয়নের মত খেলোয়াড়রা। টেস্টে ভাল প্রদর্শন করার ফলে ওডিআই-তে অভিষেক ঘটতে চলেছে মার্নাস লাবুশানে-র। ব্যাটিংয়ের দায়িত্ব সামলাবেন ড্যাভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ।উসমান খাওয়াজা, শন মার্শ, নেথ্যান কোল্টার নাইল, যারা অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের সদস্য ছিলেন, জায়গা পাননি দলে। তার বদলে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দেখা যাবে প্যাট কামিংস, পিটার হ্যান্ডসকম্ব, কেন রিচার্ডসন, সিন অ্যাবট ও অ্যাস্টন টার্নারের মত বহু নতুন খেলোয়াড়দের।দীর্ঘ ৬ মাস পর ফের পঞ্চাশ ওভারের ডে-নাইট ম্যাচে ফিরবে অস্ট্রেলিয়া। শেষবার তারা ওডিআই খেলে ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে, ইংল্যান্ডের বিরুদ্ধে। যেখানে ইংল্যান্ডের করা ২২৬ রান তাড়া করতে গিয়ে ২২৩ রানেই শেষ হয় যায় অজিদের ইনিংস। মাত্র তিন রানে ম্যাচ জেতে ইয়োইন মর্গান-রা।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...