অরবিন্দ সেতু সার্বজনীন| জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

“বাংলার মুখ আমি দেখিয়াছি,

তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না  আর”                                            

কবির ভাষায়, বাংলার ঐতিহ্যশালী দিকের সাক্ষি যারা থেকেছে, তাদের কাছে অন্য কিছুই আর শোভা পায় না। তার কাছে বাংলার সেই রুপই সর্বে সর্বা। বাঁকুড়ার লাল মাটি, বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির, কলকাতার রসগোল্লা, পুরুলিয়ার ছৌনাচের সাথে আরও অনেক কিছুই। বহুবছর ধরে বাংলার বয়ে নিয়ে চলেছে তার ঐতিহ্য।

আর বাংলার এই সকল ঐতিহ্যকে একত্রে দেখতে হলে আসতে হবে অরবিন্দ সেতু সার্বজনীনের পূজা মন্ডপে। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে, আমাদের সাথে উপস্থিত ছিলেন সেই ক্লাবের সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি নারায়ন দাস, সম্পাদক সজল ভান্ডারী ও সাধারণ সদস্য মিন্টু পাত্র। বাংলার এই রূপকে তুলে ধরতে ৪৩তম বর্ষে তাদের থিম “বাঙলার মুখ”।

থিমের পুজো হলেও তাতে থাকবে সাবেকিয়ানার চমক, অর্থাৎ মায়ের সেই সাবেকি রূপ থাকলেও, তাতে খুঁজে পাবেন “মেঠো বাংলার ছাপ”। খুঁটিপুজোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় তাদের পুজোর প্রস্তুতী, যার সাক্ষি ছিল জিয়ো বাংলা।   চতূর্থীর দিন উদ্বোধনের মধ্যে দিয়ে দুঃস্থশিশুদের হাতে তুলে দেওয়া হবে নতুন বস্ত্র, যাতে পুজোর কটা দিন তারাও আনন্দে কাটাতে পারে।  অষ্টমীর দিন বিশেষ ভোগের আয়োজন করা হবে পূজা কমিটির তরফ থেকে, যেখানে পল্লীবসী সহ সকল দর্শনার্থীদের মিলিয়ে প্রায় ৩ হাজার মানুষ মায়ের ভোগ পেয়ে থাকেন।  পুজোর কটা দিন সিসিটিভি তত্ত্বাবধানে থাকবে গোটা পূজা মন্ডপ।   আর দর্শকদের ভিড় সামলাতে মোতায়েন করা হবে প্রচুর ভলেন্টিয়ার।  দমদম বা কবি সুভাষ গামী যে কোনও মেট্রোতে উঠে নামতে হবে শোভাবাজার মেট্রো, সেখান থেকে অটো ধরে উল্টোডাঙ্গা মেন রোড সংলগ্ন অরবিন্দ সেতুর নিকটে অবস্থিত এই পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...