আগস্ট-এর চতুর্থ সপ্তাহ শেষের পথে। শুরুর দিকে আবহাওয়া যেমন শুষ্ক ছিল, তা থেকে অনেকটাই বদলে গিয়েছে পরিস্থিতি। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী চলতি মাসে দেশজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় যথেষ্ট বেশী। গত পাঁচ বছরে আগস্টে বর্ষার পরিমান কখনই পর্যাপ্ত ছিল না। গত বছর অগস্টে বৃষ্টিপাতের পরিমান ছিল মাঝারি। ২০১২ সালে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় ২% বেশি ছিল। এর পরের বছর অর্থাৎ ২০১৩ সাল থেকে আগস্টে বর্ষার ঘাটতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। তবে পাঁচ বছর পরে দেশে বর্ষা তার পূর্ব রূপে ফিরেছে। এই বছরের আগস্ট অন্যান্য বছরের তুলনায় বৃষ্টিপাতের নিরিখে অনেকটাই এগিয়ে তা বলাই যায়।
আগস্টের প্রথম ২০ দিনের মধ্যে, ভারতে ২৩০মিমি-র বেশি বৃষ্টিপাত হয়েছে যা বর্তমান সময়ে স্বাভাবিকের চেয়ে ৩১% বেশি। অন্যান্য বছরের বৃষ্টির রের্কড ইতিমধ্যেই ভেঙ্গে গিয়েছে। জুলাই ও অগস্ট মাস দুটি ভারতে বর্ষাকাল বলে চিহ্নিত। এর যে কোনো একটি মাসে বৃষ্টিপাতের ঘাটতি পরবর্তীকালে মারাত্মক ক্ষতির সূচক। যদিও জুলাই মাসে মৌসুমি বৃষ্টিপাতের মোট ৩৩ ভাগ হয়ে থাকে, অগাস্টের অবদান মোট বৃষ্টিপাতের ৩০%। আর দুই মাস মিলে, মোট বর্ষার বৃষ্টিপাতের দুই-তৃতীয়াংশ সম্পন্ন হয়ে থাকে।
এই বছরের আগস্টের পরিসংখ্যান করলে দেখা যায় যে, এই মাসটি প্রথম দিন খাতা খোলে ৭% বৃষ্টির ঘাটতি দিয়েই। ১২ই আগস্টের দিনভর বৃষ্টিপাতের ঘাটতি ছিল -৫৫%। ১ থেকে ২২ অবধি, মাসের সমস্ত দিন বৃষ্টিপাতের পরিমান রেকর্ড গড়েছে এবার তবে ১ ও ১২ এই দুটি দিন বাদ দিয়ে। জুলাই-এ বৃষ্টির অভাব ও গরমের প্রকোপ যতটাই তিক্ত ছিল দেশবাসীর কাছে আগস্টে বৃষ্টিপাতের পরিমান তা ব্যালান্স করে দিয়েছে। ১০ই আগস্ট বৃষ্টির পরিমান ছিল ৪৯% বেশি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অগস্টের বাকি দিনগুলিতে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম থাকবে। তবে এই মাসটি শেষ হবে মোট ১৫% অতিরিক্ত বৃষ্টিপাত দিয়েই। গত দশ বছর পর্যন্ত সর্বোচ্চ বলেই গণ্য করা হচ্ছে।