‘সুপার সোলজার’ যখন জন অ্যাব্রাহাম

'সুপার সোলজার' শব্দটি শুনলে প্রথমেই আমাদের মাথায় আসে হলিউডের সাই ফাই ছবিগুলোর কথা। সেই 'সুপার সোলজার' যে হিন্দি ছবির পর্দায় দেখা যাবে তা হয়তো অনেকেই ভাবনেনি। কিন্তু সেই ভাবনাকেই এবার সত্যি করে ভারতীয় দর্শকদের জন্য 'দেশি সুপার সোলজার' নিয়ে এলেন জন অ্যাব্রাহাম। ছবির নাম ‘অ্যাটাক’। ছবিতে 'সুপার সোলজার'-এর ভূমিকায় অভিনয় করেছেন জন নিজেই।

গত ১ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেয়েছিল 'অ্যাটাক'।  ছবিতে একজন সৈনিকের চরিত্রে অভিনয় করেছেন জন। ছবির গল্পে তিনিই কেন্দ্রীয় চরিত্র। একটি জঙ্গি হামলায় শিকার হয়ে নিজের চলাফেরা করার ক্ষমতা হারিয়ে ফেলেন অর্জুন শেরগিল ওরফে জন। হামলায় প্রাণ হারান তার প্রেমিকা আয়েশা, ভূমিকায় জ্যাকলিন ফার্নান্ডেজ। সব কিছু হারানোর পর তার জীবনের একমাত্র সম্বল হয়ে উঠেছিল তার বৃদ্ধ মা। মায়ের চরিত্রে অভিনয় করেছেন রত্না পাঠেক। কিন্তু নিজের শারীরিক অক্ষমতার জন্য নিজের মাকেও সুরক্ষা দিতে অক্ষম হয়ে যান জন।

 

Attack1

প্রযুক্তির কৌশলে সাধারণ মানুষ থেকে তিনি হয়ে উঠলেন 'সুপার সোলজার''সুপার সোলজার' হওয়ার পর জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে নামেন তিনি। এক সময় পার্লামেন্ট হাউসে জঙ্গিরা হামলা চালায়, তখন 'সুপার সোলজার' জনকেই পাঠানো হয় পার্লামেন্ট হাউসে থাকা প্রধানমন্ত্রী সহ সকলকে বাঁচানোর জন্য।

এই ধরনের গল্পের ছবি খুব বেশি দেখা যায়নি বলিউডে। তবে ছবির ভিএফএক্স-এর মান খুব বেশি উন্নত না। সত্তর কোটি টাকায় পুরো ছবিটি তৈরি করা হয়েছে। ছবির মূল আকর্ষণ হল গল্প ও অ্যাকশান সিনগুলি। পরিচালক লক্ষ রাজ আনন্দের প্রথম ছবি হিসেবে তার প্রশংসা করতেই হবে। তবে জনের আগের ছবিগুলি মতো এই ছবিও বক্স অফিসে কোনও কামাল দেখাতে পারলো না। কিন্তু দর্শকদের মন জয় করতে না পারলেও 'অ্যাটাক' সাই ফাই ছবি হিসেবে নিজের একটা জায়গা তৈরি করেছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...