দীর্ঘদিনের জল্পনার অবসান কাটিয়ে অবশেষে মিলে গেল মোহনবাগান-এটিকে। ২০২০ সালের জুন মাস থেকে এই নতুন চুক্তি কার্যকর হবে বলে জানা যাচ্ছে।
এই নতুন চুক্তিতে মোহনবাগান ক্লাবের ৮০ শতাংশ শেয়ার নিয়ে নিল সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রপ। বাকি ২০ শতাংশ শেয়ার থাকল মোহনবাগান ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের হাতে। নতুন নাম এটিকে-মোহনবাগান নাম নিয়ে সামনের বছর আইএসএল খেলবে এই দল। এই চুক্তির পর সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন। মোহনবাগানের ক্লাব সচিব স্বপনসাধন বসু বলেছেন আমরা সবুজ মেরুন ক্লাবের ১৩০ বছরের ঐতিহ্য ধরে রাখতে চাই। ফুটবলের জন্য বড় কর্পোরেট বিনিয়োগকারী প্রয়োজন। আমাদের ফুটবল দর্শনের সাথে মিল থাকায় এই চুক্তি। ধন্যবাদ জানাই সঞ্জীব গোয়েঙ্কাকে। নিশ্চিত ভাবে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে।