আশুতোষ কলেজের প্রাক্তনীদের কাছে কলেজের পুজোটা কেমন

জিয়ো বাংলার সরস্বতী পুজোর পরিক্রমা পৌঁছে গিয়েছিল শহরের নানা স্কুল ও কলেজে| তেমনি আমরা পৌঁছে গিয়েছিলাম দক্ষিণ কলকাতার প্রানকেন্দ্রে অবস্থিত আশুতোষ কলেজে| শহরের একটি সুপ্রাচীন কলেজ| কথা বলেছিলাম এই কলেজের সদ্য হওয়া প্রাক্তন ছাত্রদের কাছ থেকে| শুভাশীষ জানা কলেজের প্রাক্তন ছাত্র, তাঁর কাছ থেকে জানা গেল, কলেজের পুজোয় আজও এলে একইরকম লাগে| আর সারাদিনে তার প্ল্যান বন্ধুদের সাথে কাটানোর সাথে রয়েছে ভোগ খাওয়া। কলেজ তার কাছে সেকেন্ড হোম একথাও জানায় সে| ছিল কলেজের আরেক প্রাক্তন ছাত্র নিলাব্জ, দু বছর আগে প্রাক্তন হওয়ার পরও তার সরস্বতী পুজোয় আসতে ভালো লাগে| মন টানে এইদিন এখানে আসতে| দুবছর কেটে গেলেও কলেজে সরস্বতী পুজোর ছবি একইরকম কিন্তু নিজেদের ছাত্রাবস্থায় থাকা সরস্বতী পুজোর দিন গুলো মিস করে| এমনটাই ছিল এদিন সরস্বতী পুজোয় আশুতোষ কলেজের প্রাক্তনীদের সরস্বতী পুজো|

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...