Asteroid Impact: পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিরাট গ্রহাণু, মারাত্বক ক্ষতির সম্মুখে ভারত

আকার বৃদ্ধি ঘটিয়ে এক বিরাট গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে এই গ্রহাণুটিকে দেখা গিয়েছে। যদিও এই গ্রহাণুর পৃথিবীকে ধাক্কা দেওয়ার সম্ভাবনা খুবই কম। বিজ্ঞানীরা জানিয়েছে এখনও অব্ধি এই সম্ভাবনা রয়েছে ১ শতাংশ। কিন্তু এটি বেড়ে ২ থেকে ৩ শতাংশ হতে পারে। এমন ঘটলে এই গ্রহাণু পৃথিবীর জন্য ক্ষতিকর হতে পারে।

 

হাইলাইটসঃ
১। এক বিরাট গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে
২। ২০২৪ সালের ডিসেম্বর মাসে এই গ্রহাণুকে দেখা গিয়েছে
৩। এটি ৫০০ টি অ্যাটম বোমার সমান শক্তিশালী

 

প্রসঙ্গত, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। এর আগেও এমন বিশাল আকারের গ্রাহাণু পৃথিবীর দিকে ধেয়ে এসেছে। কিন্তু পৃথিবীর সংস্পর্শে আসার বহু আগে মহাকাশেই ধ্বংস হয়ে গিয়েছে এই গ্রহাণুগুলি।

নাসা জানিয়েছে, বর্তমানে এই গ্রহাণুর আকার ২০০ মিটার। কিন্তু যদি এটি শক্তি বাড়িয়ে পৃথিবীপৃষ্ঠে এসে পড়ে তাহলে এটি ৫০০ টি অ্যাটম বোমার সমান শক্তিশালী হবে। প্রশান্ত মহাসাগর, দক্ষিণ সাগর, আরব সাগরের কাছে এই গ্রহাণুটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডরের মতো দেশ ক্ষতির সম্মুখীন হবে।

তবে এটির পৃথিবীতে আছড়ে পড়ার সময়কাল নির্দিষ্ট নয়। এমনকি, এই গ্রহাণু পৃথিবীতে আসার আগেই দিক পরিবর্তন করতে পারে। কিন্তু বর্তমানে এটির গতি গতি যথেষ্ট প্রবল। ফলে পৃথিবীর কাছে আসতে এটির বেশি সময় লাগবে না।

এটা শেয়ার করতে পারো

...

Loading...