ক্রীড়াক্ষেত্রে আমরা প্রায়ই দেখতে পাই যে আমাদের ভারতীয় ক্রীড়াবিদরা বিশ্বের সকল জায়গায়, সকল ক্ষেত্রে নিজেদের খ্যাতি অর্জন করেছেন। আর আবারও বিশ্বমঞ্চে ভারতকে গর্বিত করল ভারতীয় ক্রীড়াবিদরা। রবিবার চীনের চেংদু শহরে আয়োজিত ওয়ার্ল্ড পুলিস অ্যান্ড ফায়ার গেমস-এ আসাম রাইফেল-এর তিরন্দাজি দল ৫টি সোনা, ৩টি রুপো ও ১টি ব্রোঞ্জ পদক আদায় করে।
মণিপুর-এর শুটার জি রবার্ট শর্মা তীর-ধনুকের ইভেন্টে একাই ৩টি সোনার পদক জেতেন। এছাড়াও কাঠের ধনুকে তিরন্দাজি ইভেন্টে ১টি করে সোনা, রুপো ও ব্রোঞ্জ পদক জেতেন নাগাল্যান্ডের শুটার জি ডেমো। পাশাপাশি মহিলাদের কাঠের ধনুকে তিরন্দাজি ইভেন্টে ১টি সোনা ও ২টি রুপো জেতেন মণিপুরের শুটার এসপি লাইডিয়া।
প্রতিটি প্রতিযোগীকে এই গেমসে তিনটি তিরন্দাজি ইভেন্টে পারফর্ম করতে হয়। আসাম রাইফেল-এর এই তিন প্রতিযোগী অংশ নিয়েছিলেন বেয়ার টার্গেট, ফিল্ড আর্চারি ও থ্রি-ডি আর্চারি ইভেন্টে। জানা গেছে, এই শুটাররা প্রশিক্ষণ নিয়েছিলেন ৯ সেক্টর আসাম রাইফেলসে। যার তত্ত্বাবধানে ছিলেন মণিপুরের আসাম রাইফেল (সাউথ) এর ইনস্পেক্টর জেনেরাল এর হেডকোয়ার্টারস।
জানা গেছে, এই গেমসে অংশগ্রহণ করা সকল ভারতীয় প্রতিযোগীকে সম্মানিত করা হবে ইম্ফলে।