এশিয়ার উচ্চতম সেতু, সৈনিক এবং ইঞ্জিনিয়ারদের বীরত্বের ফসল

মনে সাহস, ধৈর্য এবং বীরত্ব থাকলে কোনও কিছুই অসম্ভব নয়, তা আবারও প্রমান হল সম্প্রতি গঠিত হওয়া 'শিওয়াং রিনচেন' সেতুটি নির্মাণের মধ্যে দিয়ে। দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে জীবন বাজি রেখে কাজ করে চলেন আমাদের সৈনিকেরা। সেই উদাহরণই আবার দেখা গেল এবং উল্লেখযোগ্য এই ব্রিজ তৈরী করে নজির গড়ল ভারতীয় সেনা। লাদাখের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতেই এই ব্রিজের নির্মাণ তা বলাই বাহুল্য।

                এশিয়ার মধ্যে উচ্চতম সেতু নির্মাণ করল ভারতীয় জওয়ানরা। লাদাখের ভারত-চীন সীমান্তে 'লাইন অফ একচুয়াল কন্ট্রোল'-এ এই সেতুটি নির্মিত হয়েছে। ১৬ হাজার ফুট উচ্চতায় এই ব্রিজটির নির্মাণ করা হয়েছে। সেনাবাহিনীর বর্ডার রোড অর্গানাইজেশন এই সেতুটি  নির্মাণ করেছে।

                   বর্ডার রোড অর্গানাইজেশন সূত্রের খবর, 'শিওয়াং রিনচেন' সেতুটি দুর্বাগ এবং দৌলতা বেগ ওলডি এলাকাকে সংযুক্ত করছে। শায়ক নদীর ওপরে কর্নেল শিওয়াং রিনচেন-এর স্মরণে নির্মাণ করা হয়েছে বলে খবরে প্রকাশ। কর্নেল রিনচেনের পূর্ব পুরুষ এবং উত্তর পুরুষ দেশের জন্য উৎসর্গ করেছেন নিজেদের। তিনি নিজে 'মহা বীর চক্র' তে পুরস্কৃত হয়েছেন। ব্রিজটি লেহ এবং কারাকোরাম পাস-এর মাঝখানে দারবুক- শায়ক-দৌলত বেগ ওলডি সেকশনে নির্মাণ করা হয়েছে। ব্রিজটি ১৫ মাস ধরে তৈরী করা হয়েছে এক্সট্রা ওয়াইড বেইলি ব্রিজ হিসেবে। ভারতীয় সেনাদের বীরত্ব, ধৈর্য এবং সাহসের প্রতীক হিসেবে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। ওই এলাকার আবহাওয়া ছিল কঠিন এবং চ্যালেঞ্জিং। অত উঁচু জায়গায়, মাইনাস ডিগ্রি তাপমাত্রায় নিজেদের পরিশ্রমের মাধ্যমে যে কাজ সৈনিক এবং ইঞ্জিনিয়াররা করেছেন, সেদিক দিয়ে দেখতে গেলে ব্রিজটি শুধুমাত্র স্টিল এবং কংক্রিটের দ্বারাই নির্মিত নয়, সেটি তৈরী হয়েছে কর্তব্যরত সেনা এবং ইঞ্জিনিয়ারদের ঘাম এবং সাহসিকতার মাধ্যমেও। প্রত্যেক কর্মীর সাহসিকতা এবং নিষ্ঠা মিশে আছে ওই ব্রিজের প্রতিটা ছত্রে ছত্রে। মাত্র ১৫ মাসের মধ্যে ব্রিজের নির্মাণ অবশ্যই উল্লেখযোগ্য ঘটনা। মাইক্রোপোলিং প্রযুক্তি ব্যবহার করে ব্রিজটি তৈরী করা হয়েছে।

               লাদাখ এলাকার প্রত্যন্ত গ্রাম, বিশেষত চোগলামসার, স্টোক এবং চুচোট গ্রামের বাসিন্দাদের যথেষ্ট সাহায্য হবে এই সেতুটি নির্মাণের ফলে। এছাড়াও সেনাবাহিনীর কাছে বিভিন্ন সামগ্রী এবং অস্ত্রশস্ত্র পৌঁছে দিতেও কাজে লাগবে এই সেতু।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...