উনিশেই ‘এশিয়া সেরা’, জন্মদিনে তিতাস নিজেকে দিলেন স্বপ্নের উপহার

চার দিন আগেই মাথায় উঠেছে এশিয়া সেরার তাজ। আজ ২৯-এ সেপ্টেম্বর, ১৯ বছরে পা দিলেন তিনি। এই সাফল্যই জন্মদিনে তাঁর সেরা উপহার। আর এই উপহার তিনি নিজেই দিয়েছেন নিজেকে। চুঁচুড়ার মেয়ে তিতাস সাধু এখন গোটা দেশের গর্ব।   

এশিয়ান গেমসে ক্রিকেটের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতে ইতিহাসের পাতায় নাম লিখেছে ভারতের মেয়েরা। এশিয়াডে ক্রিকেটে ভারতের সোনা জয়ের অন্যতম কারিগর বাংলার পেস বোলার তিতাস সাধু। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। তিতাস চার ওভারে ছ'রান দিয়ে শ্রীলঙ্কার তিনটে উইকেট শিকার করেছেন, আর একটাও ওভারে তিনি রানই দিতে দেন নি। তিন উইকেট শিকারের পাশাপাশি তিনি শ্রীলঙ্কার টপ অর্ডারের সেই ধারা এক ধাক্কায় ভেঙ্গে দিয়েছে।

1675490291_sadhu

২৭ সেপ্টেম্বর দেশে ফিরেছেন সোনার মেয়ে তিতাস। হানঝাউ থেকে সকাল সাড়ে দশটা নাগাদ চুঁচুড়া কলেজ রোডের বাড়িতে পৌঁছে যান। তারপর থেকে ঘরের মেয়ের সাফল্যের সেলিব্রেশন চলছে চুঁচুড়া জুড়ে। যদিও এবারের জন্মদিনে উদযাপন কীভাবে করবেন সে ব্যাপারে বিশদ জানা যায়নি।

তাঁর এই অনবদ্য খেলা দেখে কিংবদন্তী ক্রিকেটার ঝুলন গোস্বামী মুগ্ধ। তিনি বলেন, “আমার চেয়ে অনেক প্রতিভাবান তিতাস।“

তিতাসের বাবা অ্যাথলিট। তাঁর কাকা-কাকিমাও খেলাধুলোর সঙ্গে যুক্ত।  ছোট থেকেই খেলার পরিবেশে বড় হয়েছেন। ছোটবেলাতেই ক্রিকেটে আসা। ভালবাসা জন্মে গিয়েছিল ক্রিকেটের প্রতি। তখন থেকেই ঠিক করে ফেলেন, ক্রিকেট নিয়েই এগোবেন ভবিষ্যতে। মাঠ আর অনুশীলন এই দুই শব্দ জড়িয়ে যায় জীবনের সঙ্গে। ক্রিকেটই ধ্যান জ্ঞান। ক্রিকেটকে দোসর করেই বড় হয়ে উঠেছেন একটু একটু করে। পাড়ার মাঠ থেকে আন্তর্জাতিক ময়দান- বেড়েছে পরিসর। কিন্তু এক থেকে গিয়েছেন তিতাস আর তাঁর ক্রিকেট।  পাশে পেয়েছেন বাবাকে।

Titas-Sadhu.png_11zon

তিতাস হার্দিক পাণ্ড্যের ভক্ত। তাঁর বোলিংয়ের খুঁটিনাটি তিতাসকে অনুপ্রেরণা যোগায়। মাঝেমধ্যেই হার্দিকের পুরনো ম্যাচ দেখেন। আবার অন্যদিকে বলিউডের আয়ুষ্মান খুরানা আর সিদ্ধার্থ মলহোত্রকে পছন্দের তালিকায় রেখেছে।

বঙ্গকন্যা তিতাস এবার সিনিয়র টিমে পাকাপাকি জায়গা পেতে চান। সবাই অপেক্ষায় আছেন কখন তিনি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান। জন্মদিনের নতুন শুরুতে সেটাই বঙ্গকন্যার আগামীর লক্ষ্য। তিতাস জানেন সাফল্য আসবেই, শুধু সময়ের অপেক্ষা। উনিশের তিতাস যে জেতার খিদেতে আরও ধারালো, ক্ষুরধার!  

এটা শেয়ার করতে পারো

...

Loading...