এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৪-এর ফাইনালে জয়ী হল ভারতীয় মহিলা হকি দল। এই ম্যাচে তাদের বিপক্ষে ছিল চিন। তাদের পরাজিত করে ১-০ গোলে জয়ী হয় ভারত। এই জয় আসে দলের তরুণ স্ট্রাইকার দীপিকার গোলে। ভারতের এই জয়ে গোটা দেশ গর্বিত।
হাইলাইটসঃ
১। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৪-এ জয়ী হল ভারতীয় মহিলা হকি দল
২। ১-০ গোলে জয়ী হয় ভারত
৩। এই নিয়ে ভারত তৃতীয়বার এই ট্রফি জিতল
এই নিয়ে ভারত তৃতীয়বার এই ট্রফি জিতল। এর আগে ২০১৬ এবং ২০২৩ সালে এই শিরোপা জয় করেছিল ভারত। আর এবার ২০২৪ সালেও জয়ের শিরোপা উঠল ভারতের মাথায়।
ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে দীপিকা। ম্যাচের ঠিক ৩১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে অসাধারণ রিভার্স হিটের মাধ্যমে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি। আর এই গোলের ফলেই এই টুর্নামেন্টে জয় নিশ্চিত হয়ে যায় ভারতের। কিন্তু ফাইনালে গোল করা ছাড়াও আরও একটি রেকর্ড আছে দীপিকার দখলে। তিনি এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। মোট ১১ টি গোল করেছেন তিনি। এছাড়াও ১৭ বছর বয়সী তরুণ খেলোয়াড় সুনেলিতা টপ্পো পুরো ম্যাচ জুড়ে তার ড্রিবলিং দক্ষতা এবং ডিফেন্সের নজির রাখেন।
ভারতের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা বহন করবে। দীপিকা, সালিমা টেট এবং বিচু দেবীর মতো খেলোয়াড়রা এই টুর্নামেন্টে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এরপর ভারতের লক্ষ্য অলিম্পিকের মতন টুর্নামেন্টে নিজেদের এই দক্ষতা বজায় রাখা।