এশিয়া কাপের ইতিহাস

১৯৮৪ সালে ভারত, শ্রীলঙ্কাপাকিস্তানকে নিয়ে শুরু হয়েছিল এশিয়া কাপ। সেই বছর রাউন্ড রবিন লিগের মাধ্যমে বেছে নেওয়া হয়েছিল চ্যাম্পিয়নকে। যেটিতে ২টির মধ্যে ২টি ম্যাচ জিতেই প্রথমবারের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ১৯৮৪ সাল থেকে ২০১৬ সালের মধ্যে মাত্র তিনটি দল চ্যাম্পিয়ন হয়েছে। সেই বিজয়ী দলের তালিকা দেওয়া হল।

ভারত

অংশগ্রহন – ১২ বার

চ্যাম্পিয়ন – ৬ বার

রানার্স আপ – ৩ বার

সাল – ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০ ও ২০১৬

পাকিস্তান

অংশগ্রহন – ১২

চ্যাম্পিয়ন – ২বার

রানার্স আপ – ২বার

সাল – ২০০০ ও ২০১২

শ্রীলঙ্কা

অংশগ্রহন – ১৩

চ্যাম্পিয়ন – ৫ বার

রানার্স আপ – ৬ বার

সাল - ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮ ও ২০১৪

এই তিনটি দল ছাড়াও এই তালিকায় আছে বাংলাদেশ। যারা ১২বার এশিয়া কাপ খেলে একাবারও চ্যাম্পিয়ন হতে না পারলেও ২০১২২০১৬-র রানার্স আপ তারা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...