২০১৬ সালে চুল দিয়ে ১২ হাজার কেজির ওজনের লন্ডন ডবল ডেকার বাস টেনে নজর কেড়েছিলেন দুনিয়ার। পেয়েছিলেন ‘দ্য আয়রন কুইন’ খেতাব। ইতালির ‘লো সো দেই রেকর্ডস’ থেকে ভারতীয় কন্যাকে দেওয়া হয় এই সম্মান। এবার ফের নজির তৈরি করলেন সেই আয়রন কুইন। ১২ হাজার কেজির ওজনের সেই বাস টানার কৃতিত্বের কারণেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখালেন আশা রানী।
মহিলা হিসেবে চুল দিয়ে ১০ হাজার কেজি ওজনের বস্তু সরানোর একমাত্র কৃতিত্ব তাঁর।
বিনুনি দিয়ে ডাবল ডেকার বাস টানার সেই ভিডিয়ো সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অফিশিয়াল ইন্সটাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ পায়। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো।
অভিনব ভারোত্তোলন ক্ষমতার জন্য এই মুহূর্তে আরও সাতটি বিশ্ব রেকর্ড আশার দখলে। ২০১৩ সালে কান দিয়ে ১ হাজার সাতশো কেজির ভ্যান টেনেছিলেন। ২০১৪ সালে ইংল্যান্ডে চোখের পাতায় ১৫.১৫ কেজির ওজন তুলে চমকে দেন। পাঞ্জাবের মহিলপুরে দাঁত দিয়ে ২২.১৬ সেকেন্ডে তুলেছিলেন যান। সেও এক রেকর্ড। এবার নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি।
২৩ বছর বয়সী আশা নিজের জোড়া রেকর্ডে অত্যন্ত খুশী। আর এক ‘স্ট্র্যংম্যান’ মানজিৎ সিং আশার কোচ। ছাত্রীর সাফল্যে তিনিও বেজায় খুশি।