দিল্লিতে এবার বিদ্যুৎ মিলবে নিখরচায়

আগস্টের শুরুতেই দিল্লিবাসীর জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সারা দেশের মধ্যে দিল্লিতে যাতে সবচেয়ে সস্তায় বিদ্যুৎ পাওয়া যায় তার জন্যই তিনি নিলেন এক নতুন সিদ্ধান্ত। তাই ভারতের এই রাজধানী শহরে এবার মিলবে নিখরচায় বিদ্যুৎ। এরকমই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের কোনো খরচ দিতে হবে না দিল্লিবাসীদের। বৃহস্পতিবার থেকেই চালু হবে এই সুবিধা। শুধু তাই নয় বিদ্যুতের খরচ ২০১ থেকে ৪০০ ইউনিটের মধ্যে হলে দিল্লি সরকার ৫০% ভর্তুকি দেবে। ২০০ ইউনিটের মূল্য মুম্বাইতে হয় ১৪০০টাকা, গুড়গাঁওতে ৯১০টাকা ও নয়ডাতে ১৩১০টাকা। এক প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী জানান দিল্লির ভিআইপিরা যদি বিনামূল্যে বিদ্যুৎ পেতে পারেন তবে সাধারণ মানুষদেরও কিছু সুবিধা মেলা উচিত। কারণ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন জলের মতোই বিদ্যুৎও খুব প্রয়োজনীয়। দিল্লির মধ্যে ৩৩% মানুষের মাসে বিদ্যুতের খরচ ২০০ ইউনিটের কম হয়। আর শীতকালে ৭০% মানুষের বিদ্যুৎ খরচ হয় এই নির্ধারিত সীমার কম। তাই সাধারণ মানুষের সুবিধার্থে 'ফ্রি লাইফলাইন ইলেক্ট্রিসিটি' প্রকল্প চালু করেন কেজরিওয়াল

kejriwal

এই কার্যক্রমের আওতায় পড়া সাধারণ মানুষের জন্য এটি অত্যন্ত খুশি ও স্বস্তির খবর। বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলে ব্যখ্যা করেন মুখ্যমন্ত্রী। কেজরিওয়ালের ডেপুটি মনীশ সিসোদিয়া এক টুইট বার্তায় জানান, ভালো শিক্ষা ও স্বাস্থ্য যেমন দরকার, তেমনই মানুষের জন্য দরকার বিদ্যুতের সুবিধাও। এই সিদ্ধান্তের ফলে দিল্লির লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...