‘লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, হিতাক তোকে মানাইছে নাই রে’ – এই গানের মতন ছন্দ ধরে আর মাটির দেশে মানাল না কবি অরুণ চক্রবর্তীকে। তিনি তাই না ফেরার দেশে চলে গেলেন। প্রয়াত হলেন এই মাটির গানের স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
হাইলাইটসঃ
১। প্রয়াত হলেন এই মাটির গানের স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী
২। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর
৩। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর
শুক্রবার গভীর রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। চুঁচুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, শারীরিক ভাবে সুস্থ ছিলেন অরুণ। সে কারণে শুক্রবার কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল অনুষ্ঠানেও যোগ দেন। কিন্তু সেখান থেকে কিছুটা ঠান্ডা লেগেছিল তাঁর, ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
শহুরে মানুষ কবি অরুণ চক্রবর্তী। কিন্তু তিনি তাঁর বুকের মাঝে খুব যত্নে আগলে রেখেছেন একটুকরো গ্রামবাংলা। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছিলেন তিনি। চাকরি করতেন হিন্দুস্তান মোটরে। তাঁর পছন্দের বিষয় ছিল গ্রাম বাংলার লোকসংস্কৃতি। তাই সেই বিষয় নিয়ে লেখালিখিও করতেন কবি। আর সেই কলমই তাঁকে এনে দেয় পরিচিতি। তাঁর কবিতা আজও গুঞ্জন হয়ে লোকমুখে ঘোরে। সে কারণে ‘লাল পাহাড়ের’ সুরেই অমর হয়ে থাকবেন কবি অরুণ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অরুণের দেহ বাড়ি থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে মুক্তমঞ্চে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন কবির গুণগ্রাহীরা। এরপর শ্যামবাবুর ঘাটে কবির শেষকৃত্য সম্পন্ন হবে।